• পথে নামছে সিপিএম, তিন দিনের পদযাত্রা
    আনন্দবাজার | ০১ ডিসেম্বর ২০২৫
  • বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে থেকেই জেলায় দলের সংগঠন ও নেতাকর্মীদের চাঙ্গা করতে তৎপর হল সিপিএম। দলীয় ‘বাংলা বাঁচাও যাত্রা’ কর্মসূচিতে দফায় দফায় তিন দিন মিছিল ও পদযাত্রা করবে বীরভূম জেলা সিপিএম। তৃণমূল ও বিজেপির দাবি, সিপিএমের এই কর্মসূচির কোনও প্রভাব পড়বে না।

    সিপিএম সূত্রে জানা গিয়েছে, জেলায় আগামী ৪, ৫ এবং ৬ ডিসেম্বর ওই মিছিল ও পদযাত্রা রামপুরহাট মহকুমায় হবে। রামপুরহাট মহকুমায় তিন দিন পদযাত্রা মিছিল শেষে মুর্শিদাবাদ জেলায় মূল যাত্রার সঙ্গে বীরভূমের যাত্রা মিশবে। পরবর্তীতে বিধানসভা নির্বাচনের আগে জেলার সমস্ত ব্লকে ও প্রত্যেকটি বুথে মিছিল ও পদযাত্রা করা হবে বলে দলের জেলা সম্পাদক গৌতম ঘোষ জানান।

    দলীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএমের বাংলা বাঁচাও যাত্রায় যোগ দিতে আগামী ৪ ডিসেম্বর প্রথমে রামপুরহাট পাঁচমাথায় সমাবেশ হবে। সেখানে দলের জেলা নেতৃত্বের উপস্থিতি ছোট সভা হবে। পাঁচমাথা থেকে দলের প্রায় হাজারখানেক কর্মী পদযাত্রায় যোগ দেবেন বলে সিপিএম সূত্রে দাবি। দলীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচমাথা মোড় থেকে ওই পদযাত্রা ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে গিয়ে রামপুরহাট থানার বাটাইল মোড়ে শেষ হবে। বাটাইল মোড় থেকে ২০০ জন কর্মী নলহাটি পর্যন্ত পদযাত্রায় যোগ দেবেন।

    পরদিন, ৫ ডিসেম্বর নলহাটি থেকে নলহাটি থানার কলিঠা পর্যন্ত মিছিল হবে। সেখানে নলহাটি থেক আরও ২০০ জন পদযাত্রায় যোগ দেবেন। কলিঠা থেকে আবার লোহাপুর পর্যন্ত ২০০ জন পদযাত্রায় যোগ দেবেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, কলিঠা থেকে লোহাপুর পর্যন্ত প্রায় ২৫০টি মোটরবাইক থাকবে। মোটরবাইকগুলি লোহাপুর পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণকারীদের সঙ্গী হিসাবে থাকবে।

    বীরভূমে পদযাত্রার শেষ দিন, ৬ ডিসেম্বর মুরারই ২ ব্লকের হিয়াতনগর থেকে মিত্রপুর, দাঁতুড়া, বিশর, ছাতিনা, সুকরাবাদ হয়ে লোহাপুর পর্যন্ত পদযাত্রা হবে। লোহাপুর থেকে মুর্শিদাবাদ জেলার পাঁচগ্রামে গিয়ে মূল পদযাত্রা, যেটি পানিহাটি রওনা দেবে সেই পদযাত্রায় গিয়ে মিশবে। দলের জেলা সম্পাদক গৌতম ঘোষ বলেন, ‘‘রাজ্যে একশো দিনের কাজের দাবি, ধানের সরকারি সহায়ক মূল্যের দাবি-সহ সার্বিক দুর্নীতির প্রতিবাদে বাংলা বাঁচাও পদযাত্রায় দাবি তোলা হবে। এর পাশাপাশি জেলায় প্রস্তাবিত ডেউচা পাঁচামি কয়লা উত্তোলন বন্ধ করা, জেলায় অবৈধ বালি, পাথর ও কয়লা পাচার বন্ধ করার দাবিও তোলা হবে।’’

    সিপিএমের এই পদযাত্রাকে রাজ্য ও কেন্দ্রের দুই শাসক দলই কটাক্ষ করেছে। তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সিপিএম ৩৪ বছরে বাংলাকে মেরে দিয়েছে। এখন সংগঠন তলানিতে ঠেকেছে। তাই বাংলাকে বাঁচানোর নামে পদযাত্রা করে কোনও লাভ হবে না।’’ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘‘সিপিএম কী করছে, তা মানুষ এখন আর দেখে না। সিপিএম বাংলা বাঁচাতে পারবে না, বাংলাকে বাঁচাতে একমাত্র বিজেপি পারবে।’’
  • Link to this news (আনন্দবাজার)