• সরকারি টেস্ট পেপার মিলবে কবে? চিন্তায় মাধ্যমিক পরীক্ষার্থীরা
    আনন্দবাজার | ০১ ডিসেম্বর ২০২৫
  • এ বারের মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের থেকে এগিয়ে এসেছে। মাধ্যমিক পরীক্ষা শুরুই ২ ফেব্রুয়ারি থেকে। ফলে রাজ্যের সমস্ত স্কুলের মাধ্যমিকের টেস্ট শেষ হয়ে গিয়েছে ১৪ নভেম্বর। কবে শিক্ষা দফতরের বিনামূল্যের টেস্ট পেপার পাবে তারা, সেই দিকে তাকিয়ে লক্ষ লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার্থী এবং অভিভাবকদের মতে, এ বছর বোর্ডের পরীক্ষা অন্য বারের থেকে বেশ কয়েকটা দিন এগিয়ে এসেছে। তাঁদের প্রশ্ন, ডিসেম্বরেও যদি টেস্ট পেপার না বেরোয়, তা হলে সেই টেস্ট পেপার স্কুল থেকে বিনামূল্যে পেয়ে কি লাভ?

    বেসরকারি ভাবে যদিও বিভিন্ন টেস্ট পেপার বাজারে ইতিমধ্যেই চলে এসেছে। তবুও যে দফতর পরীক্ষা পরিচালনা করছে, তাদের টেস্ট পেপারের প্রতীক্ষা থাকে পরীক্ষার্থীদের। কিন্তু এত দেরিতে তা হাতে পেলে অনুশীলনের সময় কি পর্যাপ্ত পাওয়া যাবে? তাই এখন পরীক্ষার্থীদের ভরসা বেসরকারি ভাবে প্রকাশিত টেস্ট পেপার।

    নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন বলেন, ‘‘আমাদের এবিটিএ-এর টেস্ট পেপার রাজ্য জুড়ে প্রকাশ করেছি ২৪ নভেম্বর। ওই দিনে রাজ্যের সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী টেস্ট পেপার পেয়েছে। আমাদের টেস্ট পেপার তৈরি করেছেন অভিজ্ঞ শিক্ষকেরা। তারা আগামী মাধ্যমিক পরীক্ষারজন্য মডেল প্রশ্নও প্রকাশ করেছেন।’’ যদিও সুকুমার জানাচ্ছেন, আগে তাঁরা যে ভাবে বিভিন্ন স্কুলের টেস্টেরপ্রশ্ন নিয়ে টেস্ট পেপার তৈরি করতেন, সে ভাবে তাঁরা তৈরি করতে পারেননি। কারণ ২০১২ সাল নাগাদ শিক্ষা দফতর থেকে বলা হয়েছিল যে কেউ স্কুল থেকে টেস্টের প্রশ্ননিয়ে বেসরকারি টেস্ট পেপার তৈরি করতে পারবে না। সুকুমার বলেন, ‘‘আমরা আগে বিভিন্ন স্কুলেরটেস্টের প্রশ্ন নিয়ে টেস্ট পেপার তৈরি করতাম। কিন্তু শিক্ষা দফতরেরনিয়ম হওয়ার পরে আর তাকরি না।’’

    যদিও পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতিj সাধারণ সম্পাদক সৌগত বসু জানান, তাঁরা রাজ্যের ৩৯টি সরকারি স্কুলের বেশির ভাগের টেস্টের প্রশ্ন নিয়েই টেস্ট পেপার তৈরি করেছেন। এই টেস্ট পেপার অনলাইনে পাওয়া যাচ্ছে। বিভিন্ন সরকারি স্কুলের বাংলা, ইংরেজি-সহ সমস্ত বিষয়েরটেস্টের প্রশ্নই পাওয়া যাচ্ছে। সৌগত বলেন, ‘‘আমরা কোনও স্কুল থেকে টেস্টের প্রশ্ন নিইনি। পরীক্ষার্থীদের থেকে প্রশ্ন নিয়েছি। ফলে আইন ভঙ্গ হচ্ছে না।’’

    মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, তাদের মাধ্যমিকের টেস্ট পেপার ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। পর্ষদের এক কর্তা বলেন, ‘‘এ বার আর টেস্ট পেপার জেলা স্কুল পরিদর্শকের অফিস থেকে স্কুলগুলিকে আনতে হবে না। স্কুলে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে। রাজ্য জুড়ে সব স্কুল একই দিনে টেস্ট পেপার পাবে। অন্য বার অভিযোগ উঠত, জেলা স্কুল পরিদর্শকের থেকে টেস্ট পেপার স্কুলকে আনতে গিয়ে আবার কয়েক দিন সময় নষ্ট হয়ে যায়। এ বার আর সেই অসুবিধা হবে না। আমাদের টেস্ট পেপার বিনামূল্যে এবং স্কুলের টেস্টের প্রশ্ন নিয়েই করা।’’

    তবে ১৫ ডিসেম্বর টেস্ট পেপার বেরোলেও সেটা দেরি হবে বলেই মনে করছেন শিক্ষকদের একাংশ।মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা শম্ভু মান্নার প্রশ্ন, ‘‘১৫ ডিসেম্বর নাগাদ টেস্ট পেপারবেরোলে তার পর আর অনুশীলন করার জন্য ক’টা দিন সময় পাবে পরীক্ষার্থীরা? ১৫ ডিসেম্বরে সব স্কুলে টেস্ট পেপার বিলি হয়ে যাবে তো? সরকারি টেস্ট পেপারেই একমাত্র রাজ্যের বাছাই করা স্কুলের টেস্টের প্রশ্ন পাওয়া যাবে। তাই সবাই কিন্তু বিনামূল্যে সরকারি টেস্ট পেপারের দিকেই তাকিয়ে আছে।’’

    দেরির প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা জানাচ্ছেন, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরেই টেস্ট পেপার তৈরির কাজ শুরু হয়েছে। একটু তো সময় লাগবেই।
  • Link to this news (আনন্দবাজার)