সুনীল ছেত্রীরা যা করে দেখাতে পারেনি, রবিবার সেটাই করে দেখাল অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল। আমদাবাদে পিছিয়ে থেকেও ইরানকে ২-১ গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপের মূল পর্বে উঠল ভারত।
মরণ-বাঁচন ম্যাচে ভারতের প্রয়োজন ছিল জয়। অন্য দিকে ড্র করলেই চলত ইরানকে। শুরুর ১০ মিনিটে ভারতীয় ডিফেন্স ও গোলরক্ষক রাজরূপ সরকারের দিকে ধেয়ে আসে ইরানের একের পর এক আক্রমণ। ১৯ মিনিটে আমিরেজ়া ভালিপুরের গোলে এগিয়ে যায় ইরান। প্রথামর্ধের সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে সমতা ফেরায় ভারতের অধিনায়ক দাল্লালমুয়ো গাংতে।
রক্ষণের ভুলে ৫২ মিনিটে ভারতকে এগিয়ে দেয় গুনলেইবা ওয়াংখেইরাকপম। গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও ভারতীয় ডিফেন্স ছিল অক্ষত। ২০২৩ সালের পরে দশম বারের জন্য এশিয়ান কাপের মূল পর্বে পৌঁছল ভারত।