নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিমঘরে ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্প্রসারিত সময়ে আলু রাখতে যেন অতিরিক্ত ভাড়া না-নেওয়া হয়। এই আর্জিসহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল আলু ব্যবসায়ীদের সংগঠন। ডিসেম্বর মাসে আলু রাখতে দক্ষিণবঙ্গের হিমঘরে কুইন্টল প্রতি ২০ টাকা ২২ পয়সা অতিরিক্ত ভাড়া দিতে হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে এটা ২০ টাকা ৬৬ পয়সা। হিমঘরে আলু রাখার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির বিজ্ঞপ্তিতে কৃষি বিপণন দপ্তর এই অতিরিক্ত ভাড়ার বিষয়টি জানিয়েছে। ১-৩১ ডিসেম্বরের মধ্যে হিমঘর থেকে আলু বের করলে এই অতিরিক্ত ভাড়া দিতে হবে। হিমঘরে আলু রাখার নির্ধারিত সময়সীমা ৩০ নভেম্বর শেষ হয়। ওইসময় পর্যন্ত ভাড়ার হার আগেই ঠিক করে দিয়েছিল কৃষি বিপণন দপ্তর। প্রচুর আলু এখনও হিমঘরে থাকায় সময় বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির বক্তব্য, এবার হিমঘরে আলু রেখে চাষি ও ব্যবসায়ীদের লোকসানের মুখে পড়তে হয়েছে। ভাড়া বাড়লে তাঁরা সংকটে পড়বেন। হিমঘর মালিক সংগঠন জানিয়েছে, ডিসেম্বরে আলু রাখলে অতিরিক্ত ভাড়া দিতেই হবে। কারণ এখন শ্রমিকদের বেশি মজুরি দিতে হবে। হিমঘর চালানোর জন্য অতিরিক্ত খরচ তো আছেই। অতিরিক্ত ভাড়া বাবদ যে টাকা নেওয়া হচ্ছে, সেটা খরচের থেকে কম।