সোমবার কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দপ্তরের সামনে তুঙ্গে উঠল উত্তেজনা। SIR সংক্রান্ত একাধিক দাবি নিয়ে রাজ্যের সিইও দপ্তরে ডেপুটেশন দিতে আসা বিজেপির প্রতিনিধি দলকে দেখে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন ‘বিএলও অধিকার রক্ষা কমিটি’-র সদস্যরা। শুধু তাই নয়, রাজ্যের বিরোধী দলনেতা অফিসের ভিতরে ঢুকতেই BLO অধিকার রক্ষা কমিটির সদস্যরাও ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ।
এই ঘটনা ঘিরে সোমবার দুপুরে CEO দপ্তরের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এ দিন পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী CEO মনোজকুমার আগরওয়ালের সঙ্গে সাক্ষাত করে SIR সংক্রান্ত পাঁচ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিতে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপির অন্যান্য বিধায়ক। তাঁদের দেখেই উত্তেজিত হয়ে ওঠেন দপ্তরের বাইরে অবস্থানে থাকা তৃণমূলপন্থী BLO-রা। বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। BLO অধিকার রক্ষা কমিটির সদস্যদের অভিযোগ, বিজেপি দালালি করতে কমিশনের অফিসে এসেছে।
বিস্তারিত আসছে...