ভরদুপুরে হুলস্থূল ধূপগুড়িতে। সোমবার দুপুরে ধূপগুড়ি পুরসভায় ৯ নম্বর ওয়ার্ডের দাসপাড়া এলাকার এক প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানাটি। আগুনের দাপট এতটায় বেশি ছিল যে আশপাশের গাছেও ছড়িয়ে পড়ে আগুন। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
জানা গিয়েছে, এ দিন দুপুরে আচমকাই আগুন লেগে যায় ওই প্লাস্টিকের গোডাউনে। দাহ্য পদার্থের উপস্থিতির কারণে দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্প সময়ে ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। আগুন নেভাতে ধূপগুড়ি দমকল কেন্দ্রের দু’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা দেখে পাশাপাশি ময়নাগুড়ি থেকে আরও একটি ইঞ্জিন আনা হয়। মোট তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তীব্রতার কারণে তা এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
বিপদ বাড়িয়ে কারখানার আশপাশে থাকা গাছেও ছড়িয়ে পড়ে আগুন। আশপাশের গাছপালায়ও লেলিহান শিখা ছড়িয়ে পড়ে, ফলে কিছু গাছ মুহূর্তের মধ্যেই ভেঙে পড়তে শুরু করে। এলাকাজুড়ে চরম চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকল কর্মীরা।
অভিযোগ, আগুন নেভানোর কাজ চলাকালীন দমকল কর্মীদের নানাবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে। জানা গিয়েছে, দ্রুত জল ফুরিয়ে যাওয়ায় আশপাশে কোনও জলাধার না থাকায় জল সংগ্রহের জন্য অনেক দূরে ছুটতে হচ্ছে দমকল বাহিনীকে।
স্থানীয়দের দাবি, এলাকায় অবৈধ ভাবে একাধিক জলাশয় ভরাট হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে আগুন নেভানোর কাজে বাধা তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা।