ডায়মন্ড হারবারের মহেশতলায় সেবাশ্রয় ২-এর সূচনা হলো সোমবার। সেই মঞ্চ থেকেই নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। BLO-দের প্রাপ্য টাকা রাজ্য সরকার আটকে রেখেছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। বিজেপি ও নির্বাচন কমিশন, উভয়ই সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। এ দিন তারই জবাব দিলেন অভিষেক। ছুঁড়ে দিলেন চ্যালেঞ্জও। জানালেন, রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্রকে একটা চিঠি লিখুক কমিশন। সেই চিঠি যদি কমিশন লিখতে পারে, তা হলে ১২ হাজার টাকার বদলে রাজ্য সরকার প্রত্যেক BLO-কে ৬০ হাজার টাকা করে দেবে।
অভিষেক জানান, গত ২ অগস্ট নির্বাচন কমিশন একটি নোটিফিকেশন দিয়ে জানায়, BLO-দের পারিশ্রমিক বাড়িয়ে ৬ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা করা হলো। যদিও এই টাকা কমিশন দেবে না, দেবে রাজ্য। অভিষেক বলেন, ‘বাংলার ২ লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছে কেন্দ্র। এটা রাজ্যের পাওনা। কমিশনের কাছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আমার অনুরোধ, আপনারা কেন্দ্রকে একটা চিঠি লিখুন। জানতে চান, কোন আইনে এই টাকা আটকে রেখেছে তারা।’
এর পরেই চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, ‘কমিশন শুধু অর্থমন্ত্রককে চিঠিটা দিক। এই চিঠির পরে টাকা না ছাড়লেও আমরা ৬০ হাজার টাকা দেবো। ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যেক BLO-এর অ্যাকাউন্টে টাকা ঢুকবে। নিরপেক্ষ হলে নির্বাচন কমিশন ঠিক লিখত। যারা বসিয়েছে, তাদের বিরুদ্ধে আর কী করে লেখে?’