মত্ত অবস্থায় মেয়েদের স্কুলে ঢুকে তাণ্ডব চার যুবকের
আজকাল | ০১ ডিসেম্বর ২০২৫
আজকাল ওয়েবডেস্ক:মত্ত অবস্থায় মেয়েদের স্কুলে ঢুকে তান্ডব চার যুবকের। আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকে ছাত্রীরা। ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের গড়বালিয়ায়।
ভয়ার্ত চিৎকার শুনে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। তাঁদের হাতে ধরা পড়ে তিন যুবক। এক যুবক পালিয়ে যায়। খবর পেয়ে আসে পুলিশ। তারা এসে আটক করে অভিযুক্তদের।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা শান্তনু মজুমদার প্রথম এই ঘটনাটি লক্ষ্য করেন। তিনি দেখতে পান, কয়েকজন যুবক মত্ত অবস্থায় স্কুল চত্বরে প্রবেশ করছে।
এরপরেই চিৎকার চেঁচামেচি শুনে তিনি কয়েকজনকে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। এদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে বাকি যুবকরাও ঘটনাস্থলে চলে আসে।
স্থানীয় একজন শান্তনু মজুমদারকে নিশ্চিত করেন যে এই যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় ছিল। অভিযুক্তদের মধ্যে চারজনই মত্ত অবস্থায় ছিল বলে তারা জানায়।
এদের মধ্যে তিনজনকে আটক করা সম্ভব হলেও একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে এখনও পাওয়া যায়নি। ধৃত যুবকরা জিজ্ঞাসাবাদে একে অপরের ওপর দোষ চাপাচ্ছিল এবং তাদের বক্তব্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে বলে স্থানীয়রা জানান।
ঘটনাস্থলে উপস্থিত স্কুলের শিক্ষিকারা দু'জন অভিযুক্তকে শনাক্ত করেন, যারা সরাসরি স্কুলের ভেতরে ঢুকেছিল। কেন তারা স্কুলে প্রবেশ করেছিল সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে ধৃতরা অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য দেয়।
তারা জানায় যে স্কুলের এক ছাত্রীর জন্য তারা সেখানে এসেছিল। তবে তারা সেই ছাত্রীর নাম স্পষ্টভাবে জানাতে পারেনি। এই ঘটনার পর কালবিলম্ব না করে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয় এবং তিন অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে মত্ত বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ এবং পালিয়ে যাওয়া যুবকের সন্ধান জানার চেষ্টা চলছে। স্কুলের ছাত্রীর সঙ্গে অভিযুক্তদের কী সম্পর্ক, তা খতিয়ে দেখতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।