আজকাল ওয়েবডেস্ক: শীত পড়লেই বাড়বে হুইস্কির দাম। আর গরম এলেই বিয়ারের। ওয়াইন মার্চেন্ট অ্যাসোসিয়েশন নানা যুক্তি দেবে। কিন্তু এটাই ভবিতব্য। যেমন এবারও তার ব্যতিক্রম নয়।
ডিসেম্বর মাস। পার্টি মান্থ। পড়তেই রাজ্যে বেড়ে গেল হুইস্কির দাম। রেগুলার ও প্রিমিয়াম হুইস্কির। যদিও এ বিষয়ে রাজ্য সরকার আগেই বিজ্ঞপ্তি জারি করেছিল। সেই বিজ্ঞপ্তি অনুসারে ১ ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে বেড়ে গেল মদের দাম। কার্যকর হল নতুন শুল্ক। পশ্চিমবঙ্গের আবগারি দপ্তর জানিয়েছে, বিয়ার ছাড়া দেশি ও বিদেশি সব ধরনের মদের উপর নতুন করে অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে।
নতুন নীতি অনুসারে ৭৫০ মিলিলিটার বিদেশি মদের বোতলের দাম ৩০–৪০ টাকা বৃদ্ধি পেয়েছে। ১৮০ মিলিলিটার প্যাকেটের দাম বেড়েছে ১০ টাকা। দেশি মদের প্যাকেট কিনতে গেলেও অতিরিক্ত প্রায় ১০ টাকা করে গুণতে হবে।
আবগারি দপ্তর নির্দেশ দিয়েছিল, বিক্রেতাদের কাছে পানীয়ের যে মজুত ছিল, তা ৩০ নভেম্বরের মধ্যে পুরনো দামে বিক্রি করে ফেলতে হবে। আগে মজুত থাকা পানীয়–সহ নতুন পণ্য ১ ডিসেম্বর থেকে নতুন দামেই বিক্রি করতে হবে। প্রতিটি বোতলে নতুন মূল্যের স্টিকার লাগাতে হবে। পুরনো দামে পানীয় বিক্রি করা চলবে না। কোনও বিক্রেতা তা করতে গিয়ে ধরা পড়লে তাঁর জরিমানা বা লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ করা হবে।
ওয়াইন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিরা বলছেন, ‘এটা রুটিনমাফিক দাম বৃদ্ধি। প্রতিবারই হয়।’ তাহলে বিয়ারের দাম কেন বাড়ল না? তাঁদের মত, ‘আসলে ঠান্ডায় বিয়ার আর কে খাবে? তাই হুইস্কির দাম বাড়ানো হল।’