অবশেষে শীত পড়ছে? আগামী ৭ দিনেই হাওয়া বদল, কোন জেলায় কত ডিগ্রি নামবে, পূর্বাভাস
আজ তক | ০১ ডিসেম্বর ২০২৫
ডিসেম্বর মাস শুরু হয়ে গেল কিন্তু এখনও জাঁকিয়ে শীতের দেখা নেই। সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। তাহলে জাঁকিয়ে ঠান্ডা পড়বে কবে? তবে ডিসেম্বরের শুরুতেই সুখবর শুনিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ধীরে ধীরে নামবে পারদ। উত্তরবঙ্গেও কমবে তাপমাত্রা। সপ্তাহান্তে রাজ্যের দক্ষিণ এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমবে অনেকটাই।
পারদ পতন নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, বঙ্গের আবহাওয়ায় বদল আসতে চলেচে, নামতে পারে পারদ। উষ্ণতা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমার সম্ভবনা রয়েছে। ফলে ঠান্ডা অনুভূত হবে। আলিপুর আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে নামবে পারদ। পরের চার দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে। সে সময় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের নীচে। পূর্বাভাস বলছে, শুক্র-শনিবার নাগাদ কলকাতায় রাতের তাপমাত্রা খাকতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ১১ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে রাতের পারদ। দার্জিলিং-এর পারদ থাকবে ৫ ডিগ্রির আশেপাশে। আপাতত রাজ্যের কোথাও ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ওঠা-নামার কারণে আগামী দু’-তিন দিন কুয়াশাচ্ছন্ন থাকবে গোটা রাজ্য। ভোরের দিকে কুয়াশা বেশি থাকবে। তবে জেলার সব জায়গায় তা থাকবে না। কোথাও কোথাও দৃশ্যমানতা নামতে পারে ২০০ মিটারে। তবে দুর্ঘটনা নিয়ে সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হবে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উইকেন্ডে বাড়বে শীতের আমেজ। আগামী দু-তিন দিন তাপমাত্রার ওঠানামায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। খুব সকালে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটারের কাছাকাছি চলে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতা নিয়ে পূর্বাভাস
মূলত পরিষ্কার আকাশ থাকবে শহরে। কোথাও আংশিক মেঘলা আকাশ হতে পারে। সোমবার কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। মঙ্গলবার থেকে তাপমাত্রা কমবে। এই সপ্তাহের শুক্র ও শনিবার নাগাদ ১৫ ডিগ্রি সেলসিয়াস এ নেমে যেতে পারে কলকাতার পারদ। ফলে শীতের আমেজ মিলবে।