দুর্গাপুরের বেসরকারি কারখানায় দুর্ঘটনা, জখম ৩ শ্রমিক
বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
সংবাদদাতা, দুর্গাপুর: একটি বেসরকারি কারখানায় দুর্ঘটনা। দুর্গাপুরের সগড় ভাঙা এলাকার একটি কারখানায় গ্যাস বিস্ফোরণ। কর্মরত অবস্থায় জখম হলেন তিনজন শ্রমিক। আজ, সোমবার দুপুর ৩টে ৪০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কারখানার মেকানিকাল রিপেয়ার সপ বিভাগে। জানা গিয়েছে, গরম পিচে ঝলসে গিয়ে জখম হয়েছেন তাঁরা। তাঁদের মধ্যে ২ জন ঠিকা শ্রমিক। সকলেরই বাড়ি বাঁকুড়ায়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের চিকিৎসক তীর্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, ওই তিনজন শ্রমিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁদের চিকিৎসা চলছে। আহতদের নাম শেখ ইমরান আলি, শেখ রাজ্জাক আলি এবং বারিদ বরুণ ঘোষ। ঘটনাকে কেন্দ্র করে কারখানা চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।অন্যদিকে, এলাকার তৃণমূল শ্রমিক নেতা বিপ্লব বিশ্বাস বলেন, ওই বিভাগে গ্যাসে কাজ করার সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বারিদ বরুণ ঘোষ স্থায়ী কর্মী। বাকি দু'জন অস্থায়ী শ্রমিক। কী ভাবে দুর্ঘনাটি ঘটল, কোথায় গাফিলতি ছিল সমস্ত বিষয় খতিয়ে দেখার জন্য কর্তৃপক্ষকে আবেদন জানানো হবে। এই বিষয়ে অবশ্য সংস্থার জনসংযোগ আধিকারিক বেদবন্ধু রায়কে ফোন করা হয়। তবে কোনও উত্তর পাওয়া যায়নি।