• সেবাশ্রয়ের মঞ্চ থেকেই মোদির ‘নাটক’ মন্তব্যের পালটা দিলেন অভিষেক
    বর্তমান | ০১ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ কর্মসূচির সূচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার সকালে সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে নয়াদিল্লিতে বক্তব্য রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীদের প্রতিবাদকে ‘নাটক’ বলে কটাক্ষ করেছেন তিনি। এদিন সেবাশ্রয়-২ এর মঞ্চ থেকে সেই বক্তব্যেরই পালটা দিলেন অভিষেক। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কারা নাটক করছে তা গোটা দেশ দেখতে পাচ্ছে। এসআইআর নিয়ে প্রশ্ন করলেই নাটক বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কেন্দ্র আলোচনা এড়িয়ে যাচ্ছে কারণ তাঁদের কাছে ঠিকঠাক জবাব নেই। আদালতের নির্দেশের পরও কেন্দ্র কেন ১০০ দিনের টাকা আটকে রেখেছে এই প্রশ্নও তোলেন তিনি। বলেন, আমরা এসআইআরের বিরুদ্ধে নই। কিন্তু নির্বাচন কমিশনের এত তাড়াহুড়ো কিসের? বাংলায় এসআইআর হলে ত্রিপুরায়, মেঘালয়ে হচ্ছে না কেন? এসআইআরের জন্য বিএলওদের কোনও ট্রেনিং হয়নি বলে এদিন মঞ্চ থেকে দাবি করেছেন অভিষেক। জানান, এসআইআরের চাপে ইতিমধ্যেই রাজ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিজনেরা নির্বাচন কমিশনের কাছে জবাব চাইছে। জানান, দিল্লিতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখাও করেছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। তৃণমূলের পক্ষ থেকে কমিশনের সামনে পাঁচটি প্রশ্ন রাখা হয়েছিল। যার জবাব এখনও পর্যন্ত মেলেনি। পাশাপাশি এদিন অভিষেক বলেন, বিজেপি কী ভাবে আগে থেকেই ১ কোটি মানুষের নাম বাদ যাওয়ার কথা বলছে? নিজেদের বুথস্তরে সংগঠন নেই তাই বিজেপি ভাবছে এসআইআর-এর মাধ্যমে বাংলা দখল করা যাবে। বিজেপি নিজেদের নেতা-কর্মীদেরই ধরে রাখতে পারে না। তারা আবার না কী বাংলা দখল করবে। আমি চ্যালেঞ্জ করছি, এসআইআর-এর পরও আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন বাড়বে।
  • Link to this news (বর্তমান)