• লালকেল্লায় বিস্ফোরণ জের, কাশ্মীরজুড়ে তল্লাশি এনআইএয়ের
    প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির লালকেল্লায় বিস্ফোরণের তদন্তে উপত্যকায় তল্লাশি এনআইএয়ের। সোমবার সকাল থেকে কাশ্মীরের অন্তত দশটি জায়গায় তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফকে সঙ্গে নিয়ে চলছে বিশেষ এই অভিযান। এনআইএ সূত্রে খবর, কিছু নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ।

    দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে ‘ডক্টর মডিউল’-এর খোঁজ পান তদন্তকারীরা। কাশ্মীর-সহ দেশের একাধিক জায়গা থেকে বেশ কয়েকজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। একাধিকজনকে আটক করে চলে জিজ্ঞাসাবাদে। সূত্রের খবর, দীর্ঘ এই তদন্তে তদন্তকারীদের হাতে বেশ কিছু নতুন তথ্য উঠে এসেছে। সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কাশ্মীরের পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাঁও-সহ একাধিক জায়গায় তল্লাশি এনআইএয়ের। তল্লাশি চলছে মৌলবী ইরফান আহমেদ ওয়াগে, চিকিৎসক আদিল রাঠের, চিকিৎসক মুজাম্মিল গনাই-সহ সন্দেহভাজন আরও বেশ কয়েকজনের বাড়িতে।

    অন্যদিকে শনিবার তিন রাজ্যে তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন জঙ্গিকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। ধৃতদের জেরা করে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। জানা যায়, দেশের ৩ রাজ্যের ৬টি জায়গায় নাশকতার ছক ছিল ধৃতদের। শুধু তাই নয়, আইএসআই সমর্থিত পাক হ্যান্ডেলার শাহজাদ ভাট্টির নির্দেশেই দেশের রাজধানী দিল্লি, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে নাশকতার ছক ছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারীদের। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন, চ্যাট ও ভিডিও ক্লিপ পরীক্ষা করে তদন্তকারীরা নিশ্চিত হয়েছে তিন রাজ্যের ৬টি স্থানে হামলা চালাতে একাধিকবার রেইকি করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)