সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “যারা কামড়ায়, তারা সংসদের ভেতরেই আছে।” সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই বিতর্কে কংগ্রেস। প্রথম দিনেই দেখা গেল এক অভিনব ঘটনা। নিজের পোষ্যকে সঙ্গে নিয়ে লোকসভায় এলেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। শুধু তাই নয়, নিজের বক্তব্যে বাড়িয়ে দিলেন বিতর্কও।
জানা গিয়েছে, সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিনে নিজের পোষ্য কুকুরকে সঙ্গে নিয়ে সংসদে আসেন কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। তিনি বলেন, তাঁর পোষ্য অত্যন্ত ছোট এবং শান্ত। সাংবাদিকদের তিনি বলেন, “সরকার হয়তো সংসদের ভিতরে অন্য প্রাণীদের পছন্দ করে না, কিন্তু সমস্যাটা কোথায়? এটা এত ছোট প্রাণী; এ কাউকে কামড়াবে না। সংসদের ভেতরে কেন এতে সমস্যা হবে? যারা কামড়ায়, তারা সংসদের ভেতরেই আছে।”
বিজেপি এই ঘটনার নিন্দা করেছে। সাংসদ জগদম্বিকা পাল চৌধুরী এই ঘটনাকে সাংসদদের পাওয়া সুযোগ-সুবিধার অপব্যবহার বলেছেন। তিনি রেণুকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জগদম্বিকা পাল চৌধুরী বলেন, “বিশেষ সুযোগ-সুবিধা কাউকে নিয়ম লঙ্ঘন করতে বা সংসদে পোষ্যকে আনার সুযোগ দেয় না। সবাইকে, জবাবদিহিতা করতে হবে।”
যদিও রেণুকা চৌধুরীর ব্যখ্যা সংসদের অন্দরের গুঞ্জন থামাতে পারেনি। সংসদে ব্যক্তিগত পোষ্যের উপস্থিতি সাধারণোত দেখা যায় না। রেণুকার এই কাজ সংসদীয় প্রোটোকল নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।