নারী নিরাপত্তায় এগিয়ে উত্তরপ্রদেশ, যোগীরাজ্যে সুশাসনের প্রতীক ‘মিশন শক্তি’
প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
হেমন্ত মৈথিল, লখনউ: উত্তরপ্রদেশে এক সময় নারীর নিরাপত্তা অনিশ্চিত ছিল। দাপট ছিল দুর্বৃত্তদের। প্রশাসনের ওপর ভরসা হারিয়েছিলেন নারী থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই। যোগী সরকারের আমলে সেই ছবিটা এখন পুরোপুরি পালটে গিয়েছে! যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরপ্রদেশ এখন দেশের অন্যতম উন্নত ও সুরক্ষিত রাজ্য। আর এর নেপথ্যে রয়েছে যোগী সরকারের ‘মিশন শক্তি’। এটি শুধু আর সরকারি স্কিম নয়। নারীর সাহস, আত্মবিশ্বাস ও সুশাসনের এক ব্র্যান্ড নেম।
এই মিশনের প্রধান লক্ষ্য হল রাজ্যের মহিলাদের স্বনির্ভর ও আত্মরক্ষায় সক্ষম করে তোলা। ইতিমধ্যেই রাজ্যজুড়ে পাঁচ লক্ষেরও বেশি মহিলাকে স্পেশাল সেলফ-ডিফেন্স ট্রেনিং দেওয়া হয়েছে। এর ফলে তাঁরা নিজেদেরকে যেকোনও কঠিন পরিস্থিতিতে রক্ষা করতে প্রস্তুত। দ্রুত সাহায্যের জন্য গড়া হয়েছে ফার্স্ট রেসপন্ডার নেটওয়ার্ক। প্রত্যেক জেলায় মোতায়েন করা হয়েছে ‘মিশন শক্তি কমান্ডো টিম’।
শহরের রাস্তাগুলিতে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে ‘পিঙ্ক বুথ’ এবং ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’ বিরাট ভূমিকা নিয়েছে। ইভটিজিং ও হয়রানির ঘটনা এখন ৬০ শতাংশ পর্যন্ত কমে গিয়েছে, যা সামাজিক চালচিত্র পরিবর্তনের ইতিবাচক প্রমাণ। এই উদ্যোগ নারীদের শুধু শারীরিক নিরাপত্তা নয়, মানসিক ও সামাজিক আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছে। এখন ঘর থেকে অফিস, স্কুল থেকে পাবলিক ট্রান্সপোর্ট—সব ক্ষেত্রেউ মহিলারা নিরাপদ।
গার্হস্থ্য হিংসা ও যৌন অপরাধের ক্ষেত্রে প্রশাসন এখন দ্রুত ও কঠোর হাতে ব্যবস্থা নিচ্ছে। রাজ্যে ১,৬৬৩টি পুলিশ স্টেশনে ‘মিশন শক্তি সেন্টার’ তৈরি হয়েছে। দ্রুত অভিযোগের নিষ্পত্তির জন্য মহিলা বিট অফিসাররা সক্রিয়। জরুরি সহায়তার জন্য ১০৯০ এবং ১১২ ফোন নম্বর দুটি চালু আছে। এই মডেল দেশের অন্যান্য রাজ্যের কাছেও অনুপ্রেরণা হয়ে উঠছে।