গান পয়েন্টে মহিলা ব্যবসায়ীকে নগ্ন করে ভিডিও! মুম্বইয়ে প্রকাশ্যে ফার্মা বসের কুকীর্তি
প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে পেশায় ব্য়বসায়ী এক মহিলাকে বন্দুকের সামনে নগ্ন হতে বাধ্য করার অভিযোগ উঠল। অভিযুক্ত নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফ্র্যাঙ্কে-ইন্ডিয়ান ফার্মাসিটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর। ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই নির্যাতিতা। গোটা ঘটনায় শোরগোল শুরু হয়েছে।
মহিলার অভিযোগ অনুযায়ী, তাঁকে নিজের দপ্তরে বৈঠকের জন্য আমন্ত্রণ জানান ফ্র্যাঙ্কে-ইন্ডিয়ান ফার্মাসিটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর জয় জন পাসকেল পোস্ট। সেখানেই তিনি হেনস্তার শিকার হন। ‘গানপয়েন্টে’ বন্দুক রেখে নগ্ন হতে বাধ্য করা হয়। মহিলার আরও অভিযোগ, তাঁর নগ্ন অবস্থার ছবি এবং ভিডিও তোলা হয়। হুঁশিয়ারি দেওয়া হয় যে নির্যাতনের বিষয়ে বাইরে মুখ খুললে এই ছবি এবং ভিডিও জনসমক্ষে প্রকাশ করা হবে।
পুলিশ জানিয়েছে, ব্যবসায়ী মহিলা জয় এবং আরও পাঁচ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে যৌন হয়রানি, শারীরিক আক্রমণ এবং অপরাধমূলক ভয় দেখানোর অভিযোগ আনা হয়েছে। নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের ভূমিকার বিষয়ে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।