যোগ্যদের পুনরায় নিয়োগ নিশ্চিত, ২৬ হাজার চাকরি বাতিলে পুনর্বিবেচনার আর্জি উড়িয়ে ‘সুপ্রিম’ মত
প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
সোমনাথ রায়, নয়াদিল্লি: এসএসসি-তে ২৬ হাজার চাকরি বাতিল মামলায় পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সোমবার এই সংক্রান্ত শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, এই মামলায় আগে যে রায় ছিল, সেটাই বহাল থাকবে। নতুন নিয়োগ প্রক্রিয়াতেও সুপ্রিম কোর্ট কোনও হস্তক্ষেপ করবে না। তবে ২০১৬ সালের ওই প্যানেল সম্পূর্ণ বাতিল হওয়ায় অনেক ভালো পড়ুয়া তথা ‘যোগ্য’রাও যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা মেনে নিয়েছে শীর্ষ আদালত। এ বিষয়ে প্রধান বিচারপতির স্পষ্ট মন্তব্য, ”কোনও নিয়োগ খারিজ হয়, তখন ভালো পড়ুয়ারাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু যাঁরা ভালো পড়ুয়া, তাঁরা আবার নিযুক্ত হয়ে যাবেন।”
‘প্রাতিষ্ঠানিক দুর্নীতি’ অ্যাখ্যা দিয়ে ২০১৬ সালে এসএসসি-র শিক্ষক নিয়োগের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে শীর্ষ আদালত। তাতে রাতারাতি চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৫২ বা প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। নতুন করে পরীক্ষা নিয়ে নিয়োগের নির্দেশ দেওয়া হয়। সেই নিয়োগ প্রক্রিয়ায় কোনও ‘দাগি অযোগ্য’ যেন অংশ নিতে না পারে, তাও বলা হয়। ‘সুপ্রিম’ নির্দেশ মেনে সেই প্রক্রিয়া বাস্তবায়নের কাজ চলছে। এর মাঝেও রাজ্য সরকার ও এসএসসি-র পুনর্বিবেচনার আর্জি খারিজ করেছিল শীর্ষ আদালত।
রাজ্য সরকার নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চালু করলে তাতে অংশ নিলেও সুপ্রিম কোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশটি পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন চাকরি হারানোদের একাংশ। এতদিন তা নিয়ে শুনানি চলছিল। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ ‘যোগ্য’দের প্রতি সমবেদনা জানিয়েছে। বিচারপতিদের বক্তব্য, ‘‘এটা ঠিক যে, কোনও প্রক্রিয়া খারিজ হলে ভালোরাও ক্ষতিগ্রস্ত হন। কিন্তু যাঁরা প্রকৃত ভালো, তাঁরা আবার নিযুক্ত হয়ে যেতে পারবেন।’’