• বিদ্যুৎ ব্যবহারে মহা স্বস্তি, ১ ডিসেম্বর থেকে চালু যোগীর ‘বিজলি বিল রাহত যোজনা’
    প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
  • হেমন্ত মৈথিল, লখনউ: বছর শেষের আগেই রাজ্যবাসীকে যোগী আদিত্যনাথের বড় উপহার! উত্তরপ্রদেশের নাগরিকদের জন্য বিরাট সুখবর নিয়ে এল যোগী সরকার। ১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ‘বিজলি বিল রাহত যোজনা’। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) এই উদ্যোগে দারুণ খুশি রাজ্যবাসী। যোগীর এই প্রকল্পে উপকৃত হবেন অসংখ্য পরিবার।

    এই প্রকল্পের লক্ষ্য হল রাজ্যবাসীর বিদ্যুৎ বিলের বোঝা কমিয়ে আনা। এই প্রথমবার বকেয়া বিলের উপর ১০০ শতাংশ সুদ ও সারচার্জ মকুব করা হচ্ছে। শুধু তাই নয়, মূল বকেয়াতেও ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে!

    ২ কিলোওয়াট পর্যন্ত সংযোগ থাকা ছোট গার্হস্থ্য গ্রাহক এবং ১ কিলোওয়াট পর্যন্ত বাণিজ্যিক গ্রাহকরা এই বিশেষ সুবিধা পাবেন। ২৫শে নভেম্বর, ২০২৪ থেকে ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত গ্রাহকরা এই স্কিমের সুবিধা নিতে পারবেন।

    ইউপি পাওয়ার কর্পোরেশন লিমিটেড (UPPCL)-এর চেয়ারম্যান ড. আশীষ কুমার গোয়েল জানিয়েছেন, কিস্তিতে বিল পরিশোধের সুবিধা এবং গড়ের ভিত্তিতে বিল সামঞ্জস্য করার ব্যবস্থা থাকায় গ্রাহকরা সত্যিকারের আর্থিক স্বস্তি পাবেন। বিশেষ করে অবৈধ বিদ্যুৎ ব্যবহারের কারণে যারা আইনি জটিলতায় ছিলেন, তাদের মামলাও এই প্রকল্পের আওতায় মিটিয়ে দেওয়া হবে।

    এই যোজনায় নাম লেখানো খুবই সহজ। গ্রাহকরা www.uppcl.org ওয়েবসাইটে গিয়ে অথবা স্থানীয় বিদ্যুৎ দপ্তরে দেখা করে অনলাইনে নথিভুক্ত করতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে উত্তরপ্রদেশ সরকার রাজ্যের বিদ্যুৎ ব্যবস্থায় শৃঙ্খলা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে চাইছে, যাতে প্রত্যেক নাগরিক একটি ন্যায্য, সহজ এবং সুলভ বিদ্যুৎ পরিষেবা পান।
  • Link to this news (প্রতিদিন)