বিশ্ব এইডস দিবসে সুখবর, ভারতে HIV আক্রান্তের হার কমে অর্ধেক, ৮১ শতাংশ কমেছে মৃত্যু
প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস (HIV) সংক্রমণে রাশ টেনেছে ভারত সরকার। ‘বিশ্ব এইডস দিবস ২০২৫’ (World Aids Day)উপলক্ষে রবিবার এক রিপোর্ট সামনে এনেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এইচআইভি সংক্রমণ। এই ১৪ বছরে সংক্রমণের হার কমেছে ৪৯ শতাংশ। পাশাপাশি ৮১ শতাংশ কমেছে এইডস সংক্রান্ত মৃত্যু।
স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ব্যাপক প্রচারের পাশাপাশি গর্ভবতী মহিলাদের বর্ধিত স্ক্রিনিং এবং আগে চিকিৎসা শুরু ফলে নিয়ন্ত্রণে আনা গিয়েছে এইডসের মতো মারণ ব্যাধি। ২০২০-২১ সালে যেখানে এইচআইভি পরীক্ষা হয়েছিল ৪১.৩ মিলিয়ন সেটাই ২০২৪-২৫ সালে বেড়ে হয়েছে ৬৬.২ মিলিয়ন। যার জেরে বেড়েছে প্রাথমিক রোগ নির্ণয়। অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) বেড়েছে ব্যাপকভাবে। এই সময়ে চিকিৎসাধীন মানুষের সংখ্যা ১.৪৯ মিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১.৮৬ মিলিয়ন। যার জেরেই গত ১৪ বছরে আক্রান্তের হার আগের চেয়ে ৪৯ শতাংশ কমেছে। মৃত্যুহারও হ্রাস পেয়েছে ৮১ শতাংশ। মা ও শিশুদের সংক্রমণের হার ৭৫ শতাংশ হ্রাস পেয়েছে।
WHO-এর দাবি অনুযায়ী, প্রথম পর্যায়ে এইচআইভি শনাক্ত করা গেলে সেটি সবচেয়ে বেশি নিয়ন্ত্রণযোগ্য। ব্যাপক পরীক্ষা, দ্রুত রোগ শনাক্তকরণ এবং অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি শুরুর মাধ্যমেই এই রোগের সঙ্গে লড়াই সম্ভব। এর পাশাপাশি ভাইরাল লোড পরীক্ষা নিশ্চিত করে যে চিকিৎসা কাজ করছে। এই যাবতীয় প্রক্রিয়ায় ব্যাপকভাবে সম্পন্ন হয়েছে স্বাস্থ্যমন্ত্রকের উদ্যোগে। যার জেরেই এইডসের মতো মারণ রোগ নিয়ন্ত্রণে এসেছে বলেই মত বিস্বেসজ্ঞদের।
উল্লেখ্য, এইচআইভি হল এমন এক ভাইরাস যা মানব শরীরে প্রবেশ করলে সরাসরি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে। মানুষের ইমিউনিটি সিস্টেম কার্যত ধ্বংস করে দেয়। সামান্য অসুখও বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। দীর্ঘ দিন ধরে এইডস-এর প্রতিষেধক খুঁজতে গবেষণা চালিয়ে আসছেন বিজ্ঞানীরা। যদিও তাতে এখনও আশার আলো দেখা যায়নি।