সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝআকাশে বিমানসেবিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত শুক্রবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হায়দরাবাদগামী এয়ার ইন্ডিয়ার বিমানে। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত ওই যুবককে। ধৃতের নাম বেনইয়াম নাজার। তিনি কেরলের বাসিন্দা। পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার।
জানা গিয়েছে, গত শুক্রবার বিমানটি দুবাই থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল। সেই উড়ানেই ছিলেন নাজার। অভিযোগ, মদ্যপ অবস্থায় তিনি এক বিমানসেবিকার সঙ্গে আশালীন আচরণ করেন এবং তাঁকে হেনস্তা করেন। তরুণীকে শারীরিকভাবে স্পর্শ করেন বলেও অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। প্রথমে বিমানসেবিকা তাঁকে উপেক্ষা করলেও সেই ঘটনার পুনরাবৃত্তি হতে থাকে। অভিযোগ, বিমানটি হায়দরাবাদ পৌঁছনোর পর যখন সমস্ত যাত্রী নেমে যান, তখন নাজার ওই বিমানসেবিকাকে জানান, তিনি তাঁর পাসপোর্ট বিমানের সিটে ফেলে এসেছেন। তরুণী সেটি খুঁজতে গেলে দেখেন, সিটে কোনও পাসপোর্ট নেই। কিন্তু অভিযোগ, সিটের উপর একটি ন্যাপকিনে কুপ্রস্তাব লেখা ছিল। এরপরই ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন বিমানসেবিকা।
তরুণীর অভিযোগের ভিত্তিতেই বিমানবন্দরে থাকা কর্তব্যরত পুলিশ নাজারকে গ্রেপ্তার করে। ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় তাঁর বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।