সাংবাদ প্রাতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ঘটনা ঝাঁসির হাসপাতালে। মর্গেই মৃতদেহের দেহ খুবলে খেলো পোকা। ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, ঝাঁসির মেডিকেল কলেজের মর্গে এক ২৬ বছর বয়সী মহিলার মৃতদেহে পোকামাকড়ের কামড় পাওয়া গেছে বলে অভিযোগ করেছে পরিবার। এই ঘটনায় তিন কর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
সোমবার হাসপাতালের আধিকারিকরা জানিয়েছেন, গুরুসরাই এলাকার সারভো গ্রামের বাসিন্দা ক্রান্তি দেবীর সঙ্গে তাঁর স্বামীর ঝগ্রা হয়। এরপরে নিজের বাবার বাড়িতে থাকাকালীন ২৮ নভেম্বর তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। ঝাঁসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। রবিবার, তাঁর ভাই সক্ষম প্যাটেল জানান, তিনি শনিবার তিনি দিদির মৃতদেহ মর্গে রাখার জন্য টাকা দেন। তাঁর দাবি, যখন তিনি মৃতদেহ নিতে এসে দেখেন মৃতদেহের চোখ এবং কান খুবলে খেয়েছে পোকা।
হাসপাতালের চিফ মেডিকেল সুপারিনটেনডেন্ট (সিএমএস) ডাক্তার শচীন মাহুর, ঘটনাস্থলে পৌঁছে পরিবারকে তদন্তের আশ্বাস দেন। তিনি বলেন, মৃতদেহ পরীক্ষায় মহিলার চোখ এবং কানের কাছে কামড়ের চিহ্ন পাওয়া গিয়েছে। তিনি জানিয়েছে মর্গের এক কর্মীকে বরখাস্ত করা হয়েছে। একজনকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অন্যজনকে কারন দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।