বাংলাদেশ সীমান্তে বড় সাফল্য বিএসএফ-এর! উদ্ধার প্রায় ৪ লক্ষ টাকার জাল নোট
প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের বাংলাদেশ সীমান্তে সাফল্য বিএসএফ-এর। ব্যর্থ জাল নোট পাচারের চেষ্টা। উদ্ধার লক্ষ লক্ষ টাকার জাল নোট।
নদীয়ার (Nadia) ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বড় অভিযান চালায় বিএসএফ। সীমান্তরক্ষী বাহিনীর ১৯৪ ব্যাটালিয়নের জওয়ানরা সকাল সাড়ে ছটা নাগাদ এই অভিযানে জাল ভারতীয় মুদ্রা পাচারের চেষ্টা ব্যর্থ করে। মোট ৬১৬টি জাল ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে। এর পরিমাণ ৩ লক্ষ ৮ হাজার টাকা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ঝোরপাড়া সীমান্ত ফাঁড়ির জওয়ানরা ইছামতি নদীর কাছে কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। বাংলাদেশের দিক থেকে দুই সন্দেহভাজন পাচারকারীকে আসতে দেখা যায়। ভারতের দিকে ঝোপঝাড়ে লুকিয়ে থাকা তাদের সহযোগীদেরকে কিছু দেওয়ার চেষ্টা করে বলেও জওয়ানরা দেখতে পায়। সন্দেহজনক এই গতিবিধি লক্ষ্য করে জওয়ানরা দ্রুত ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। পাশপাশি অন্যান্য দলকে সতর্ক করা হয়। বিএসএফ সদস্যদের দেখে চোরাকারবারীরা ঘন জঙ্গল এবং ইছামতি নদীকে কাজে লাগিয়ে বাংলাদেশের দিকে পালিয়ে যায়।
এরপরেই জওয়ানরা জঙ্গল ঘিরে তল্লাশি শুরু করে। সেই সময়, একটি সন্দেহজনক প্যাকেট দেখা যায়। তার ভেতর থেকে প্রচুর পরিমাণে জাল ভারতীয় নোট পাওয়া যায়। সব জাল নোট বাজেয়াপ্ত করেছে বিএসএফ।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে সব নোট বাজেয়াপ্ত করা হয়ে সেগুলি সব জাল। উদ্ধার করা জাল নোটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার কাছে সেগুলি হস্তান্তর করা হয়েছে। বিএসএফ-এর সীমান্তের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, ‘জাল নোটের চোরাচালান দেশের অর্থনীতির জন্য অত্যন্ত ক্ষতিকারক।’ দেশের কোনও ক্ষতি তাঁরা হতে দেবেন না বলে জানিয়েছেন বিএসএফ আধিকারিক।