হুগলিতে একাকী বৃদ্ধের রহস্যমৃত্যু! ঘর থেকে উদ্ধার পচাগলা দেহ
প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
সুমন করাতি, হুগলি: বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ। হঠাৎ সেই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে শুরু করে। যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি পুলিশে খবর দেন স্থানীয় মানুষজন। জানলা ভেঙে ঘরের ভিতর ঢুকেই দেখা যায়, পড়ে রয়েছে পচাগলা নিথর দেহ। স্থানীয়দের দাবি, গত কয়েকদিন ধরেই খোঁজ মিলছিল না ওই বৃদ্ধের। তারপরই উদ্ধার তাঁর নিথর দেহ। মৃত ওই ব্যক্তির নাম শিবু দেবনাথ (৬৮)। ইতিমধ্যে দেহটি উদ্ধার করেছে পুলিশ। কীভাবে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহ উদ্ধার করে ইমামবাড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়া পুরসভা এলাকায়। স্থানীয় মানুষজন জানিয়েছেন, গত চার বছর আগে স্ত্রী এবং সন্তান অন্যত্র চলে গিয়েছেন। বাড়িতে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন বছর ৬৮ এর শিবু দেবনাথ। আজ সোমবার সকালে পুরসভার নিকাশি সংস্কারের কাজ চলাকালীন পুরকর্মীরা দুর্গন্ধ টের পান। সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান তাঁরা। এরপরই সবাই বাড়িটির দিকে এগোতেই সন্দেহ আরও তীব্র হয়। কৌতূহল থেকেই বাড়ির জানালায় উঁকি মেরে দেখা যায়, ভিতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি ঘটনার খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে। এমনকী স্থানীয় জনপ্রিতিনিধিকেও এই বিষয়ে জানানো হয়।
স্থানীয় মানুষজন বলেন, ”বেশ কয়েকদিন আগেই শেষ দেখা গিয়েছিল শিবু দেবনাথকে। সম্প্রতি দেখা যায়নি।” এভাবে মৃত্যু মেনে নেওয়া যাচ্ছে না, মন্তব্য স্থানীয় মানুষজনের। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা বলেন, “সকালেই এলাকাবাসী খবর দেন যে একটি বাড়ি থেকে প্রবল দুর্গন্ধ বেরোচ্ছে। ঘটনাস্থলে গিয়ে প্রথমে পুলিশে খবর দিই। পরে জানতে পারি মৃত ব্যক্তি আমাদের হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মচারী ছিলেন।” তবে কীভাবে মৃত্যু তা স্পষ্ট নয় বলেই মন্তব্য অর্পিতাদেবীর। তাঁর কথায়, পুলিশ ঘটনার তদন্ত করছে।