কারখানায় কাজের সময় গায়ের উপর গরম পিচ, ঝলসে গেলেন ৩ শ্রমিক!
প্রতিদিন | ০১ ডিসেম্বর ২০২৫
সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা দুর্গাপুরের এক বেসরকারি কারখানায়। গরম পিচ পড়ে গুরুতর জখম হলেন তিন শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? সেই প্রশ্ন উঠেছে। কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার দুপুরে দুর্গাপুরের ওই বেসরকারি কারখানায় কাজ চলছিল। অন্যান্যদের সঙ্গে কাজ করছিলেন অভিজিৎ ভুঁই, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মৃণাল রায় নামের ৩ ঠিকা শ্রমিক। সেসময় তাঁদের গায়ে গরম পিচ পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য শ্রমিকরা। তাঁদের শরীরের বেশ কিছু জায়গা ঝলসে যায় বলে খবর। ওই তিনজনকে উদ্ধার করে দ্রুত বিধাননগরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁরা চিকিৎসাধীন রয়েছেন।
জানা গিয়েছে, ওই তিনজনই বাঁকুড়ার বাসিন্দা। কাজের সূত্রে তাঁরা তিনজনই এখানে থাকেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃণাল রায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। কিন্তু কীভাবে হল এই মারাত্মক ঘটনা? জানা গিয়েছে, কারখানার একটি পরিত্যক্ত জায়গায় লোহার বিমের কাঠামো কাটার কাজ চলছিল। সেসময় একটি কাঠামো নিচে পড়ে যায়। সেখানে গরম পিচ ছিল। ওই লোহার কাঠামো সেই গরম পিচের উপর পড়লে তা চারদিকে ছিটকে যায়। সেই গরম পিচ গায়ে গিয়ে পড়ে ওই তিনজনের। অসহ্য জ্বালা-যন্ত্রণায় আর্তনাদ করতে থাকেন তাঁরা। কারখানায় কি কোনও নিরাপত্তাসুরক্ষা ছিল না? সেই প্রশ্ন উঠেছে।
কোকওভেন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আইএনটিটিইউসির রাজ্য সভাপতি দুর্গাপুর কোর কমিটির সদস্য মানস অধিকারী বলেন,”খবর পেয়েছি। আমরা কী কারণে এই ঘটনা ঘটেছে সেই বিষয়টিও জানছি। আমরা শ্রমিকদের পরিবারের পাশে আছি।”