বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি-র চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সোমবার ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি খালেদা জিয়ার জন্য ভারত সমস্ত প্রয়োজনীয় সাহায্য করতে চায়, সে কথাও এ দিন জানান মোদী।
গত এক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। সোমবার সংবাদমাধ্যমকে বিএনপি-র ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, ‘খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে (অত্যন্ত জটিল অবস্থায়) চলে গিয়েছেন।’ রবিবার রাত থেকেই বিএনপি নেত্রীর শারীরিক পরিস্থিতি আরও জটিল হয় বলে জানান তিনি। দেশবাসীর কাছে চান দোয়াও। জানা গিয়েছে, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়াও রয়েছে একাধিক শারীরিক সমস্যাও। তিনি আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।
এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিবেশী রাষ্ট্রের এই নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মোদীও। তিনি এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে পেরে গভীর ভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি। সমস্ত উপায়ে, যে কোনও ধরনের সাহায্যের জন্য ভারত প্রস্তুত।’
গত বছরে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাতত ভারতে রয়েছেন। ইতিমধ্যেই হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে শুধুমাত্র হাসিনাকে ফেরত পাঠানোর উপরে ঢাকা-দিল্লির সম্পর্ক নির্ভর করছে না, সম্প্রতি প্রকারান্তে এই বার্তাই দিয়েছেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এ বার বাংলাদেশের রাজনীতিতে হাসিনার অন্যতম প্রতিপক্ষ হিসেবে পরিচিত খালেদার স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বেগপ্রকাশ এবং সাহায্যের বার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মনে করছে ওয়াকিবহাল মহল।