খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছিয়েছে নির্বাচন কমিশন। নির্ভুল তালিকা প্রকাশ ও সুষ্ঠু ভাবে তথ্য স্ক্রিনিংয়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কাজে নেমে পড়েছেন রাজ্যে নিযুক্ত পর্যবেক্ষকরাও। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে ২১ লক্ষ ৪৫ হাজার মৃত ভোটারের হদিশ পাওয়া গিয়েছে। সব মিলিয়ে ম্যাপিংয়ে অমিল ৪৩ লক্ষ ভোটারের নাম।
ম্যাপিংয়ে অমিল ভোটারের (Uncollectable Form) সংখ্যা গত ২৯ নভেম্বরই ছিল ৩৫ লক্ষ। সেটা দু’দিনে একলাফে বেড়ে হলো ৪৩ লক্ষ। এই ৪৩ লক্ষের মধ্যে মৃত ভোটারের সংখ্যা ২১ লক্ষ ৪৫ হাজার বাদ দিয়ে অনুপস্থিত ভোটার রয়েছে ৫ লক্ষ ৫৩ হাজার, স্থানান্তরিত ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ১৩ হাজার এবং ভুয়ো বা ডুপ্লিকেট ভোটারের সংখ্যা ৯৮ হাজার ৬০০।
এর পাশাপাশি বিধানসভা এলাকা ভিত্তিক পরিসংখ্যান দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সবথেকে কম ডিজিটাইজ়েশন হয়েছে উত্তর কলকাতায়- ৭০.৬২%, ‘Uncollectable Form- ১৯.১২%। রাজ্যে সবচেয়ে বেশি Uncollectable Form দক্ষিণ কলকাতায়- ১৯.৩৮% ডিজিটাইজ়েশনের হার- ৭৩.১৯%। সবথেকে বেশি ডিজিটাইজ়েশন হয়েছে উত্তর ২৪ পরগনায়- ৮৮.২৫%, Uncollectable Form- ৭%। বসিরহাট উত্তরে সবথেকে বেশি ডিজিটাইজ়েশন হয়েছে- ৯৬.০৫%। সবথেকে কম ডিজিটাইজ়েশন হয়েছে ভাটপাড়ায়- ৭৪.০৯% । Uncollectable Form সবেচেয়ে বেশি ব্যারাকপুরে- ১৫.৬২% । Uncollectable Form সবচেয়ে কম বসিরহাট উত্তরে- ৩.৭%।
অন্য দিকে, সোমবারই বাংলায় পা রাখলেন কমিশনের আরও তিন উচ্চপদস্থ আধিকারিক। চলতি বছরের ২৬ নভেম্বর নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছিল, প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র, সেক্রেটারি সৌম্যজিৎ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বিভর আগরওয়াল SIR-এর কাজ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন। সোমবার কলকাতায় আসেন কমিশনের এই তিন আধিকারিকের বিশেষ টিম। রাজ্যের সিইও দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, পর্যবেক্ষকদের মতো এই তিন আধিকারিকও SIR সংক্রান্ত দৈনন্দিন রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ও দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে পাঠাবেন।