• ‘কেন্দ্র সদিচ্ছা দেখালে হয়!’, অন্তঃসত্ত্বা সোনালি বাংলাদেশের আদালতে জামিন পেলেও উদ্বেগমুক্ত নন বাবা ভদু শেখ
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুনের জামিনের আবেদন মঞ্জুর করেছে বাংলাদেশের আদালত। শুধু তিনি নন, তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া সুইটি বিবি-সহ আরও পাঁচ জনের জামিন মঞ্জুর করেছে ওপার বাংলার আদালত। ইতিমধ্যেই ভারতের সুপ্রিম কোর্ট সোনালিদের দেশে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে কেন্দ্রকে। ফলে সোনালিদের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা। কিন্তু এখনও পুরোপুরি চিন্তামুক্ত নন সোনালির বাবা ভদু শেখ। সোমবার বীরভূমের এই বাসিন্দা বলেন, ‘মেয়ে জামিন পাওয়ায় খুব খুশি। ছয় মাস ধরে ও অন্যদের সঙ্গে বিনা অপরাধে বন্দি ছিল। ওর দেশে ফেরার আশায় রয়েছি।’ একই সঙ্গে কিছুটা আশঙ্কার কণ্ঠে তিনি বলেন, ‘ওদের দেশে ফিরিয়ে আনার জন্য সুপ্রিম কোর্টও নির্দেশ দিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে সদিচ্ছা দেখালে হয়!’

    এ দিকে সোনালিদের বাংলাদেশে পুশ ব্যাক করার খবর সামনে আসার পরে থেকেই কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে এগিয়ে এসেছিলেন রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। সোনালিদের ফিরিয়ে আনার বিষয়ে যখন আশার আলো দেখা যাচ্ছে সেই সময়ে স্বস্তিতে তিনিও। সামিরুল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে লেখেন, ‘সত্যমেব জয়তে। আজ আরও এক বার তা প্রমাণিত হলো। জেল থেকে মুক্তির পরে সোনালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন এই বিচার পাওয়ার সুদীর্ঘ লড়াইয়ে পাশে থাকার জন্য।’ তিনি একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে সোনালি-সহ বাকি পাঁচ জন জেল থেকে ছাড়া পেয়েছেন।

    উল্লেখ্য, গত জুন মাসে বাংলাদেশি সন্দেহে বীরভূমের ছয় বাসিন্দাকে আটক করে দিল্লি পুলিশ এবং বৈধ নথি দেখানোর পরেও তাঁদের বাংলাদেশে ‘’পুশ ব্যাক’ করার অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে ছিলেন অন্তঃসত্ত্বা সোনালি বিবিও। এর পরে বাংলাদেশে জেলে বন্দি ছিলেন তাঁরা। বিষয়টি নিয়ে সরব হয় তৃণমূল। কলকাতা হাইকোর্টে মামলা করেন সামিরুল ইসলাম। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। অন্য দিকে, সোমবার ৫০০০ টাকার বন্ডে সোনালি খাতুনের পাশাপাশি আরও পাঁচ জনকে জামিন দেয় বাংলাদেশের আদালত। তবে ৩ ডিসেম্বর বাংলাদেশের আদালতে ফের হাজিরা দিতে হবে তাঁদের। এর পরে দেশে ফেরা।

  • Link to this news (এই সময়)