• সংগৃহীত ফর্মের ডিজিটাইজ়েশন করতে হবে ২ ডিসেম্বরের মধ্যেই, BLO-দের সময় বেঁধে দিল কমিশন
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • আগামী ২ ডিসেম্বরের মধ্যে এনিউমারেশন ফর্ম (সংগৃহীত) ডিজিটাইজেশনের কাজ শেষ করতে হবে। এই মর্মে রাজ্যের প্রতিটি DEO-কে চিঠি পাঠাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। ২ ডিসেম্বরের পরে যে এনিউমারেশন ফর্মগুলো BLO-রা সংগ্রহ করবেন, সেগুলো প্রত্যেক দিন আপলোড করতে হবে। ব্যাকলগ থাকলে চলবে না। যদি ১১ ডিসেম্বরের মধ্যে কোনও ব্যক্তি এনিউমারেশন ফর্ম জমা না দেন তা হলে সেটিকে ‘Uncollectable’ হিসেবে ধরে নিয়ে অ্যাপে আপলোড করতে হবে।

    রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর আরও জানিয়েছে, অতিরিক্ত যে একটি সপ্তাহ পাওয়া গিয়েছে, সেই সময়ে ডেটা রিচেক করতে হবে। প্রত্যেক BLO এই অতিরিক্ত সময়টি তথ্য যাচাই করবেন, কোনও ব্যক্তিকে বা এজেন্সিকে দিয়ে এই ডিজিটাইজেশনের কাজ করানো হলে, সেই তথ্যগুলিকে পুঙ্খানুপুঙ্খ যাচাই করে দেখতে হবে।

    বিস্তারিত আসছে…

  • Link to this news (এই সময়)