• পিনারাই  ‌বিজয়নকে ৪৬৬ কোটি টাকার নোটিশ ইডি’র
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • কোচি, ১ ডিসেম্বর: কেআ‌ইআইএফবি মশলা বন্ড মামলায় বিপাকে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই  ‌বিজয়ন। এই সংক্রান্ত মামলায় বিজয়নকে ৪৬৬ কোটি টাকার নোটিশ পাঠাল ইডি । ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট ওরফে ফেমা-এর আওতায় পিনারাই  ‌বিজয়ন ছাড়াও কেরলের প্রাক্তন অর্থমন্ত্রী থমাস আইস্যাক  ও প্রাক্তন মুখ্যসচিব কে এম আব্রাহামকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফেমা-এর আওতায় তদন্ত শেষ হওয়ার ১০ থেকে ১২ দিন পর এই ‌নোটিশ ইশ্যু করা হলেও কাউকে সশরীরে হা‌জিরা দিতে হবে না বলে জানা গিয়েছে। কেআ‌ইআইএফবি মশলা বন্ড মামলায় পরিমাণগত লঙ্ঘনের অভিযোগ প্রমানিত হলে মোটা অঙ্কের টাকা জরিমানা হবে বিজয়নদের। কেআ‌ইআইএফবি হল কেরলের সবচেয়ে বৃহৎ এজেন্সি যারা পরিকাঠামোগতভাবে প্রকল্পে বিনিয়োগ করে।
  • Link to this news (বর্তমান)