• হিন্দুস্তান মোটরসের জমিতে নতুন শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ রাজ্যের
    দৈনিক স্টেটসম্যান | ০২ ডিসেম্বর ২০২৫
  • উত্তরপাড়া-হিন্দমোটরে দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা হিন্দুস্তান মোটরসের ৩৯৫ একর জমি সুপ্রিম কোর্টের নির্দেশে ফেরত পাওয়ার পরেই সেই জমিকে শিল্পের উপযোগী করে তুলতে দ্রুতগতিতে কাজে নেমে পড়েছে রাজ্য সরকার। আগামী শিল্প সম্মেলনের আগেই জমিটি শিল্পপ্রস্তাবের উপযুক্ত করার লক্ষ্যে একাধিক ধাপে সমীক্ষা শুরু করেছে রাজ্যের শিল্পন্নয়ন নিগম।

    সমীক্ষার আওতায় জমির চরিত্র, উচ্চতা, ঢাল, প্রাকৃতিক সীমানা, জলধারণ ক্ষমতা-সহ শিল্প স্থাপনার জন্য প্রয়োজনীয় সমস্ত ভৌগোলিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। আধিকারিকরা জানাচ্ছেন, সঠিক তথ্যভান্ডার না থাকলে ভবিষ্যতে পরিকাঠামো নির্মাণে নানা জটিলতা তৈরি হতে পারে। তাই প্রথম থেকেই নিখুঁত সমীক্ষায় জোর দিয়েছে রাজ্যের শিল্প দপ্তর।

    Advertisement

    জানা গিয়েছে, মৌজা মানচিত্রের উপর সমীক্ষার সব তথ্য বসানো হবে। পাশাপাশি ডি-জিপিএস ভিত্তিক রেফারেন্স পিলার বসানোর কাজও শুরু হয়েছে। কোথায় কতটা ঢাল, কোথায় জমি উঁচু বা নিচু, তার জন্য নির্ভুল লেভেলের মাপ প্রস্তুত করা হচ্ছে। শিল্পোন্নয়ন নিগমের এক আধিকারিকের কথায়, ‘জমির চরিত্র, প্রকৃতি, মাটির মান, উচ্চতা— সবকিছু নির্ধারিত না হলে প্লট বিভাজন করা সম্ভব নয়। প্রযুক্তিগত ভিত্তি ঠিক না থাকলে ভবিষ্যতে বিনিয়োগকারী সংস্থাগুলিও সমস্যায় পড়বে।’

    জলনিকাশী ব্যবস্থা, জমির সীমানা, নিকটবর্তী যোগাযোগ সুবিধা, বিদ্যুতের উৎস, রাস্তাঘাট— সবই সমীক্ষার আওতায় আনা হচ্ছে। দপ্তর সূত্রের খবর, হিন্দ মোটর অঞ্চলের চারপাশে থাকা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর অবস্থানও রিপোর্টে স্পষ্ট তুলে ধরা হবে। কোন রেলস্টেশন কত দূরে, বৈদ্যুতিক সাবস্টেশন কোথায়, রাজ্য সড়ক ও জাতীয় সড়কের দূরত্ব কত— সব তথ্যই সমীক্ষার চূড়ান্ত নথিতে যুক্ত হবে। ভবিষ্যতে মাস্টার প্ল্যান তৈরির সময় এই তথ্যই শিল্পপ্লটের ব্যবহার, যোগাযোগ নকশা এবং সম্ভাব্য সীমাবদ্ধতা নির্ধারণে বড় ভূমিকা নেবে।

    উল্লেখ্য, হিন্দ মোটর এলাকা কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির অন্তর্গত। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে জিটি রোড, অন্যদিকে হিন্দ মোটর রেলস্টেশন— ফলে বিশাল এই জমিতে হালকা ও মাঝারি শিল্প গড়ে তোলার জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে। দপ্তরের দাবি, জমির বিভাজন, মানচিত্রায়ন এবং মাস্টার প্ল্যান প্রস্তুত হলে রাজ্যের শিল্প সম্প্রসারণে হিন্দুস্তান মোটরসের প্রাক্তন কারখানার এই জমিই হয়ে উঠতে পারে নতুন ভরকেন্দ্র।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)