• ‘ডিজিটাল গ্রেপ্তারি’তে CBI তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের, ‘পূর্ণ স্বাধীনতা’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে ‘ডিজিটাল গ্রেপ্তারি’র নামে সাইবার প্রতারণা বাড়ছে। এই ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। চক্রান্ত রুখতে এবার মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল শীর্ষ আদালত। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং জয়মাল্য বাগচীর বেঞ্চ এই মর্মে নির্দেশ দিয়েছে। তাঁরা সাফ জানিয়ে দিয়েছে, ‘ডিজিটাল গ্রেপ্তারি’ সম্পর্কিত সমস্ত মামলা তদন্তে রাজ্য সরকারগুলিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সম্মতি দিতে হবে। পাশাপাশি, তদন্তের ক্ষেত্রে সিবিআইকে পূর্ণ স্বাধীনতাও দিয়েছে সুপ্রিম কোর্ট।

    আদালতের নির্দেশ, ডিজিটাল গ্রেপ্তারির মামলায় দেশের শীর্ষ তদন্তকারী সংস্থার তাৎক্ষণিক নজর প্রয়োজন। তাই এই সম্পর্কিত সমস্ত মামলা আমরা সিবিআইয়ের হাতে তুলে দিচ্ছি। পরবর্তী ক্ষেত্রে অন্যান্য ধরণের প্রতারণার বিষয়টি বিবেচনা করা হবে। ডিজিটাল গ্রেপ্তারির তদন্তে সহায়তার জন্য টেলিকম সংস্থাগুলিকেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সাম্প্রতিক অতীতে একই নামে একাধিক সিম কার্ড বিতরণের ঘটনা প্রকাশ্যে এসেছে, যা নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। সিম কার্ডের অপব্যবহার রোধে টেলিকম সংস্থাগুলি কী পরিকল্পনা করছে, সেই সম্পর্কে তাদের জবাবও তলব করেছে শীর্ষ আদালত। সম্প্রতি সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ‘ডিজিটাল অ্যারেস্ট’ সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এবার এই মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিল শীর্ষ আদালত।

    উল্লেখ্য, গত বছরের শেষ থেকে ডিজিটাল অ্যারেস্টের নাম করে প্রতারণা বেশি করে সামনে আসছে। সিবিআই, ইডি কিংবা অন্যান্য কেন্দ্রীয় সংস্থার নাম করে ফোন করার পর ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। সাইবার প্রতারণার থেকে বাঁচতে কেন্দ্রীয় সরকারের তরফে সচেতনতা মূলক প্রচারও করা হচ্ছে। তারপরও দেশের বিভিন্ন কোণা থেকে ডিজিটাল অ্যারেস্টের শিকার হওয়ার খবর আসতেই থাকছে।
  • Link to this news (প্রতিদিন)