সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিন জাতের তরুণীর সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ মহারাষ্ট্রের ননদাদে এক তরুণকে নৃশংস ভাবে খুন করা হয়। এরপর শ্মশানঘাটে প্রেমিকের রক্ত-সিঁদুর লাগিয়েই মৃত প্রেমিককে বিয়ে করেন তরুণী। সোমবার তরুণকে খুনে অভিযুক্ত তরুণীর মা-বাবা এবং ভাইকে গ্রেপ্তার করল পুলিশ। তরুণী জানালেন, আপনজনেরাই বিশ্বাসঘাতকতা করেছে।
গত বৃহস্পতিবার সক্ষম তাতে নামের ২০ বছরের তরুণকে পিটিয়ে মাথা থেঁতলে, গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। তাঁর অপরাধ ভিন জাতের ২১ বছরের আঁচল মামিদাওয়ারের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। যদিও ভাইদের মাধ্যমেই আঁচলের সঙ্গে আলাপ হয়েছিল সক্ষমের। তিন বছরের সম্পর্ক নিয়ে সম্প্রতি আপত্তি তোলে আঁচলের পরিবার। নেপথ্যে জাতপাত। পরিবারের তরফে হুমকি দেওয়া হলেও সক্ষমের সঙ্গে সম্পর্ক রাখছিল আঁচল। সম্প্রতি তরুণীর বাবা ও ভাই জানতে পারেন, সক্ষম-আঁচল বিয়ে করতে চলেছেন। অভিযোগ, এরপর গত বৃহস্পতিবার সক্ষমকে পিটিয়ে, মাথায় গুলি করে, পাথর দিয়ে মাথা থেঁতলে খুন করে আঁচলের বাবা, ভাই এবং তাঁদের সঙ্গীরা।
সক্ষমের শেষকৃত্য নাটকীয় পরিস্থিতি তৈরি হয়, যখন আঁচল সেখানে পৌঁছান। তিনি মৃত প্রেমিকের গায়ে হলুদ মাখান। প্রেমিকের রক্তকে সিঁদুরের মতো করে কপালে পরেন। এবং সক্ষমের বাড়িতে বাকি জীবন থাকার সিদ্ধান্ত নেন। চোখের জল ভাসতে ভাসতে আঁচল বলেন, “আমাদের ভালোবাসা জিতেছে, এমনকী সক্ষমের মৃত্যুর পরেও। আমার বাবা এবং ভাইরা হেরে গিয়েছেন।” সক্ষম তাতেকে খুনের অভিযোগে তরুণীর মা-বাবা-ভাই-সহ ছয় জন অভিযুক্তকে খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আঁচল বলেন, “আমার পরিবার আমাকে ঠকিয়েছে। আমরা তিন বছর সম্পর্কে রয়েছি। ভাই বলেছিল আমাদের বিয়ের ব্যবস্থা করবে। কিন্তু শেষ মুহূর্তে ওরা বিশ্বাসঘাতকতা করেছে।”