• ‘ধর্মীয় পরিচয় নয়, যাচাইয়ের মাধ্যমেই নাগরিকত্ব’, SIR-এর বিরুদ্ধে মামলায় বলল সুপ্রিম কোর্ট
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • সোমনাথ রায়, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআরের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বাংলাদেশ থেকে আসা অমুসলিম নাগরিকরা। তবে সেই মামলায় আলাদা করে শুনানি করা হবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। মামলাটিকে ৯ ডিসেম্বর অন্যান্য মামলার সঙ্গেই তালিকাভুক্ত করা হবে। বিচারপতি জানিয়ে দিয়েছেন, “ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আলাদা করে নাগরিকত্বের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। প্রতিটি অনুসঙ্গকে আলাদা ভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে।”

    পশ্চিমবঙ্গে SIR-কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন ২০১৪ সালের আগে বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা। সোমবার এই মামলায় আবেদনকারীদের তরফে আইনজীবী করুণা নন্দী জানান, ২০১৪ সালের আগে ভারতে এলেও CAA-র আওতায় তাঁর মক্কেলদের সুরক্ষা দেওয়া হয়নি। এই অবস্থায় বসুদেব মামলায় রায়ে সিএএ-র অধীনে যে সুরক্ষা দেওয়া হয়েছে তা মামলাকারীদের দেওয়া হোক। এবং অন্তর্বর্তীকালীনভাবে SIR-এ রাখা হোক।

    তবে মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট জানিয়ে দেন, “মামলাকারীদের নাগরিকত্ব লাভের যথাযোগ্য প্রমাণ আছে কি না অনুসঙ্গ অনুযায়ী আলাদা ভাবে যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। জৈন, বৌদ্ধ বা খ্রিস্টান বলে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে আলাদা কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।” এরপরই বিচারপতি জানান, “আলাদা ভাবে নয়, মূল মামলার সঙ্গেই শুনানি হবে এই মামলার। এবং অন্যান্য মামলাগুলির সঙ্গে এই মামলাটিকেও ৯ ডিসেম্বর তালিকাভুক্ত করা হবে।” এই বিষয়ে সব পক্ষকে নোটিসও দেওয়া হয়েছে আদালতের তরফে।

    উল্লেখ্য, গতকালই SIR-এর খসড়া ভোটার তালিকা ও চূড়ান্ত ভোটার তালিকার দিন পরিবর্তনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজ্যে SIR-এর এনুমারেশন ফর্ম জমা নেওয়া শেষ দিন ছিল ৪ ডিসেম্বর। তারপর ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের করার কথা ছিল। কিন্তু সেই দিনক্ষণ বাড়িয়ে দেওয়া হয়েছে। ৪ ডিসেম্বর পরিবর্তে ফর্ম জমা নেওয়ার সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ১১ ডিসেম্বর। ৯ ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা ৭ ফেব্রুয়ারি-র বদলে প্রকাশ করা হবে ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে জানিয়েছে কমিশন।
  • Link to this news (প্রতিদিন)