পাবজির নেশা! প্রতিবাদ করায় বিয়ের ৬ মাসের মধ্যেই স্ত্রীকে গলা টিপে খুন মধ্যপ্রদেশে
প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইলে পাবজি খেলার নেশা স্বামীর। কাজ না করে সারাদিন পাবজিতে ডুবে থাকতেন। অভিযোগ, প্রতিবাদ করায় বিয়ের ৬ মাসের মাথায় গলা টিপে স্ত্রীকে খুন করলেন স্বামী। ঘটনার পর থেকেই খোঁজ নেই অভিযুক্ত রঞ্জিত প্যাটেলের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। শুধুমাত্র পাবজি খেলায় নিষেধ করাতেই স্ত্রীকে খুন নাকি এর পিছনে অন্য কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতের পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই লাগাতার শ্বশুরবাড়ির লোকজন পণের জন্য চাপ সৃষ্টি করত। প্রতিবাদ করাতেই এই খুনের ঘটনা। পুলিশের তরফে এহেন অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে।
মৃত ওই মহিলার নাম নেহা প্যাটেল। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ওই ব্যক্তি তেমন কোনও কাজ করতেন না। সারাদিনই মোবাইলে পাবজি গেম খেলাতেই মত্ত থাকতেন। যা নিয়ে স্বামী-স্ত্রীয়ের মধ্যে নিত্য অশান্তি চলত। পুলিশের দাবি, স্বামীর গেম খেলার আসক্তি মেনে নিতে পারেননি নেহা। প্রতিবাদ জানিয়ে কাজে মন দেওয়ার কথা জানিয়েছিলেন। তাতেই বিরক্ত হয়ে স্ত্রীকে নৃশংসভাবে গলা টিপে খুন বলে দাবি পুলিশের। পাশের ঘরেই আত্মীয়রা থাকলেও ঘটনার কিছুই বুঝতে পারেননি। ফলে সবার নজর এড়িয়ে অভিযুক্ত রঞ্জিত চম্পট দেয় বলে দাবি পুলিশের।
অন্যদিকে মৃতের পরিবারের দাবি, গত ৫ মে সমস্ত রীতি মেনে রঞ্জিতের সঙ্গে বিয়ে হয় নেহার। এরপর থেকেই বিভিন্ন সময় পণের দাবিতে নেহার উপর অত্যাচার চলত। টাকা পয়সা চেয়ে চাপ দেওয়া হতো বলেও দাবি। আর সেই কারণেই এই খুনের ঘটনা বলে পুলিশে অভিযোগ মৃতের পরিবারের। পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। মহিলার বাবা এবং মায়ের জবানবন্দিও নেওয়া হয়েছে। অন্যদিকে অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।