• সীমান্তের জমি ঘাস কাটতে যাওয়াই কাল! পাচারকারী সন্দেহে বিজিবির হাতে গ্রেপ্তার তেহট্টের যুবক
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • রমণী বিশ্বাস, তেহট্ট: ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পশুর জন্য ঘাস কাটতে গিয়ে বিজিবির হাতে বন্দি ভারতীয় যুবক। পাচারকারী সন্দেহে বিজিবি তাঁকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। যুবকের নাম মিজারুল রহমান শেখ ওরফে মিজান। পরবর্তীতে বিজিবি তাঁকে গ্রেপ্তার করেছে বলে খবর।

    তেহট্ট থানার সাহাপুরের বাসিন্দা মিজান। তাঁর মা জানান, মিজান তাঁর একমাত্র ছেলে। তাঁর স্বামী প্রায় ১০ বছর ভিনদেশে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সামান্য যা জমি জমা আছে ছেলে তা দেখাশোনা করে। তাঁদের কিছুটা জমি কাঁটাতারের ওপারে একদম জিরো পয়েন্টের কাছে রয়েছে। রবিবার সাহাপুর বিএসএফ ক্যাম্পের ৫৮ নং গেটে ভোটার কার্ড ও সাইকেল জমা রেখে কাঁটাতারের ওপারে জমিতে ঘাস কাটতে যান মিজান। সেই সময় বাংলাদেশি কোনও এক ব্যক্তিকে বিজিবি ধাওয়া করে। অভিযোগ, সে নাকি নিজের কাছে থাকা সোনা ঢুকিয়ে দেয় মিজানের বস্তায়। এরপর বিজিবি ধাওয়া করে মিজানকে ধরে ফেলে। তাঁর কাছে মেলে সোনা। তাতেই পাচারকারী সন্দেহে তাঁকে আটক করে বিজিবি।

    লোকমুখে ঘটনা জানার পর সাহাপুর বিএসএফ ক্যাম্পে যান মিজানের মা। বিএসএফ জানায়, যেহেতু সে সোনা পাচারের দায়ে ধরা পড়েছে তাই তাঁদের কিছু করার নেই। ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় গোটা পরিবার। বিএসএফ সূত্রে খবর, রবিবার দুপুরে ভোটার কার্ড জমা রেখে কাঁটাতারের ওপারে জমিতে ঘাস কাটতে যান মিজান। কিন্তু নির্দিষ্ট সময়ে তিনি ফিরে আসেনি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সোনা পাচারের অভিযোগে বিজিবির হাতে ধরা পড়েছে।
  • Link to this news (প্রতিদিন)