ট্রাকের কেবিনে লুকনো ছিল, বাংলাদেশ থেকে পাচারের আগেই উদ্ধার ৩ কোটি টাকার সোনার বিস্কুট
প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
গোবিন্দ রায়, বসিরহাট: অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনার বিস্কুট পাচারের চেষ্টা হয়েছিল। সেই পাচারের ছক বানচাল করে সাফল্য পেল বিএসএফ। বিপুল সংখ্যায় সোনার বিস্কুট উদ্ধার হল। বাজেয়াপ্ত হওয়া ওই সোনার বাজারদর ৩ কোটি টাকার বেশি। ঘটনায় দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা করে আরও তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা।
বিএসএফের তরফে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর এসেছিল বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের সম্ভাবনার কথা। সেই মতো ঘোজাডাঙা সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছিল। গতকাল, রবিবার সন্ধ্যার পর একটি ট্রাক ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল। ট্রাকটিকে দেখে সন্দেহ হয় চেকপোস্টে। গাড়িতে চালক-সহ আরেকজন ছিলেন। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। দু’জনের কথাতেই একাধিক অসঙ্গতি মেলে। এরপরই ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।
চালকের কেবিনের নিচে একটি প্যাকেট লুকনো ছিল। ওই প্যাকেট খুলতেই বেরিয়ে পড়ে সোনার বিস্কুট। এরপরেই ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। আটক করা হয় ওই সোনা ও ট্রাক। বিএসএফ সূত্রে খবর, মোট ২০টি সোনার বিস্কুট পাচার করে আনা হচ্ছিল। ওই সোনার মোট ওজন ২৩৩২.৮৪৫ গ্রাম। বাজারদর ৩ কোটি টাকার বেশি। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য ঘোজাডাঙা সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ধৃতরা উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। একটি ইটভাঁটায় কাজের পাশাপাশি গাড়িও চালান। বাংলাদেশ থেকে পাচার করে আনা ওই বিপুল সোনা টাকার বিনিময়ে এপারে কোনও একজনকে হস্তান্তরের কথা ছিল তাঁদের। ধৃতদের এদিন আদালতে তোলা হয়। সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলছে সীমান্তরক্ষী বাহিনীর। অনুপ্রবেশকারী থেকে পাচারকারীরা যাতে সীমান্ত পেরতে না পারে, সেদিকে নজর রাখা হয়েছে। আগামী দিনে আরও কড়া নজরদারি চলবে সীমান্তে। তেমনই বিএসএফের তরফে জানানো হয়েছে।