• কাজের লোভ দেখিয়ে অপহরণ করে ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি! কোচবিহার থেকে উদ্ধার বনগাঁর যুবক
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কাজের প্রলোভন দেখিয়ে এক যুবককে নিয়ে গিয়ে অপহরণ! বাড়িতে মুক্তিপণ হিসেবে ১০ লক্ষ টাকা চাওয়ার অভিযোগ। ২০ দিন পর বনগাঁর বাসিন্দা ওই যুবক কোচবিহার থেকে উদ্ধার হল। বনগাঁ থানার পুলিশ ওই যুবককে উদ্ধার করে বাড়ির লোকের কাছে ফিরিয়ে দিয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার বনগাঁর (Bangaon) পেট্রাপোল থানার হরিদাসপুর এলাকার বাসিন্দা আলমগির মুন্সী। ওই যুবক কাজ খুঁজছিলেন। তাঁর সঙ্গে পরিচয় হয় বনগাঁর হরিদাসপুরের বাসিন্দা সাদ্দাম মণ্ডলের। তিনিই ওই যুবককে কাজের প্রলোভন দেখান। দিন ২০ আগে ওই যুবককে কাজ দেওয়ার নাম করে প্রথমে শিলিগুড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে আলমগিরকে সুমন বর্মন ও সুজন বর্মন নামে দুই ব্যক্তির কাছে রাখা হয়। ওই দুই যুবক তাঁকে আবার কোচবিহার নিয়ে গিয়ে একরামুল হক নামে এক ব্যক্তির কাছে নিয়ে যান!

    কোচবিহারে একটি মাছের ভেড়িতে তাঁকে কাজে লাগানো হয়। কিন্তু দিন কয়েক কাজ করার পরেই ওই যুবক বাড়ি ফেরার ইচ্ছাপ্রকাশ করেন। অভিযোগ, সেসময় তাঁকে বাড়ি যেতে দেওয়া হয় না। অপহরণ করা হয়েছে বলে মুক্তিপণ দাবি করা হয়! কোচবিহার থেকে ওই যুবকের বনগাঁর বাড়িতে ফোন করে ১০ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয় বলে অভিযোগ। ওই ফোন পেয়ে দুশ্চিন্তায় পড়ে যান আলমগিরের পরিবারের সদস্যরা। এরপরই ওই যুবকের পরিবারের তরফে বনগাঁ (Bangaon) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে বনগাঁ থানার পুলিশ বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে। সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ রবিবার কোচবিহারের একরামুল হকের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হন ওই যুবক। ঘটনায় অভিযুক্তরা পলাতক বলে জানা গিয়েছে। আজ, সোমবার ওই অপহৃত যুবককে উদ্ধার করে বনগাঁয় নিয়ে আসা হয়েছে। অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)