• আর জি কর দুর্নীতি মামলায় সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিট, এবার নাম জুড়ল আখতার আলির
    প্রতিদিন | ০২ ডিসেম্বর ২০২৫
  • অর্ণব আইচ: আর জি কর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিটে এবার আখতার আলির নাম। সোমবার ওই মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আলিপুরের বিশেষ সিবিআই আদালতে দ্বিতীয় চার্জশিট পেশ করে। সেখানেই আখতার আলির নাম রয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই আখতার আলিই আর জি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন।

    এদিন সিবিআইয়ের তরফে বিচারক সুজিতকুমার ঝা-র এজলাসে মোট ৩৩ পাতার ওই চার্জশিট পেশ করা হয়। সেখানেই আখতার আলি ও শশীকান্ত চন্দকের নাম দেখা যায়। ৪০৯, ৪৬৭, ৪৬৮, ৪৭১-সহ একাধিক ধারায় ওই চার্জশিট দেওয়া হয়েছে বলে খবর। সূত্রের খবর, আর্থিক দুর্নীতির এই মামলায় সাক্ষীদের সংখ্যা এখন ১৪৭ জন। দুর্নীতির অভিযোগে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, বিপ্লব সিংহ, সুমন হাজরা, আফসার আলি, আশিস পাণ্ডে-সহ ৫ জনের নামে মামলা শুরু হয়েছিল। আগামী ৩ ডিসেম্বর ওই মামলার পরবর্তী শুনানি বলে খবর।

    আর জি কর হাসপাতালের সেইসময়ের অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেছিলেন ওই হাসপাতালের তৎকালীন ডেপুটি সুপার আখতার আলি। ২০২৩ সালে রাজ্য ভিজিল্যান্স কমিশনকে এই বিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়। ঘটনা নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছিল ওয়াকিবহাল মহলে। পরে আর জি কর হাসপাতাল থেকে আখতার আলিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে ডেপুটি সুপার পদে কিছুদিন কাজও করেছিলেন। চলতি বছরের এপ্রিলে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার হিসাবে ফের তাঁকে বদলি করা হয়। ইস্তফা দিতে চেয়ে তিনি স্বাস্থ্যদপ্তরকে চিঠিও পাঠিয়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেই ইস্তফাপত্র গ্রহণ করা হয়নি বলে খবর। দিন কয়েক আগে স্বাস্থ্যদপ্তরের তরফে তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর।

    চার্জশিটে নাম থাকার বিষয়ে আখতার আলি জানিয়েছেন, গোটা বিষয়টি আইনি প্রক্রিয়া। তিনি চার্জশিটের কপি তখনও দেখেননি। চার্জশিট দেখে কোন কোন ধারায় অভিযোগ আনা হয়েছে, দেখা হবে। বিষয়টি আইনজীবীরা দেখবেন।
  • Link to this news (প্রতিদিন)