• নতুন বছরের শুরুতেই বন্ধ হচ্ছে কোচবিহার-কলকাতা ফ্লাইট পরিষেবা, কী জানালেন বিমানবন্দর কর্তৃপক্ষ?
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • কোচবিহার ও কলকাতার মধ্যে ফ্লাইট পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে আগামী বছরে। সোমবার এই খবর ছড়িয়ে পড়তেই কোচবিহারের বিভিন্ন মহলে ক্ষোভ তৈরি হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার বিমানবন্দরে যে সংস্থাটি ৯ আসনের বিমান চালানোর দায়িত্বে ছিল তাদের চুক্তি শেষ হচ্ছে। সেই সংস্থা নতুন করে আর চুক্তির নবীকরণ করছে না। এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

    কোচবিহার বিমানবন্দরের ডিরেক্টর শুভাশিস পাল বলেন, ‘ইন্ডিয়া ওয়ান এয়ার’ কোম্পানি চিঠি দিয়ে জানিয়েছে ৩১ জানুয়ারি পর্যন্ত তারা পরিষেবা চালু রাখবে। তারপর তারা আর এখান থেকে বিমান চালাবে না। কারণ হিসাবে পরিচালন সংক্রান্ত বিষয় উল্লেখ করা হয়েছে।'

    উল্লেখ্য, ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি কেন্দ্রের উড়ান স্কিমের অধীনে পরিষেবা শুরু হয়েছিল। তিন বছরের চুক্তিতে এই পরিষেবা চালু হয়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে তার সময়সীমা শেষ হচ্ছে। তার তিন সপ্তাহ আগেই ৩১ জানুয়ারি পরিষেবা বন্ধ করে দিচ্ছে 'ইন্ডিয়া অন এয়ার' কোম্পানি। শুধু তাই নয়, কোচবিহার বিমানবন্দরে থাকা তাদের যাবতীয় ব্যবস্থা, সরঞ্জাম এবং আটজন কর্মীকেও সরিয়ে নিয়ে যাবে বলে জানা গিয়েছে।

  • Link to this news (এই সময়)