• নাবালিকাকে বাড়িতে ডেকে ‘ধর্ষণ’, ধৃত প্রতিবেশী
    এই সময় | ০২ ডিসেম্বর ২০২৫
  • এই সময়, মেদিনীপুর: নাবালিকাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পঞ্চম শ্রেণির ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে চন্দ্রকান্ত হেমব্রম নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সোমবার ধৃতকে মেদিনীপুর জেলা আদালতের পকসো কোর্টে তোলা হলে বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। রবিবার ঘটনাটি ঘটেছে, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানা এলাকায়। দশ বছরের মেয়েটি প্রতিবেশী চন্দ্রকান্তকে জেঠু বলে ডাকে।

    রবিবার সকালে চাষের কাজে বেরিয়ে যান নাবালিকার বাবা-মা। তাঁদের চলে যাওয়ার কিছুক্ষণ পরে বাড়ির সামনের একটি সাব-মার্সিবল পাম্প থেকে জল আনতে গিয়েছিল মেয়েটি। সেই সময়ে সেখানে দাঁড়িয়েছিলেন চন্দ্রকান্ত। তিনি ওই নাবালিকাকে ফুফুঁসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। বাড়ি ফাঁকা থাকার সুযোগে নাবালিকাকে বাড়ির ভিতরে নিয়ে গিয়ে তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ। কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে নাবালিকা। ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে সে। কিছুক্ষণ পরে তার মা ফিরে এসে মেয়েকে চুপচাপ শুয়ে থাকতে দেখে প্রশ্ন করেন। প্রথমে কিছুই বলতে চায়নি মেয়েটি। পরে জোর করায় সব খুলে বলে সে।

    এর পরে প্রতিবেশীদের কাছ থেকে নাবালিকার মা জানতে পারেন, চন্দ্রকান্ত নিজের বাড়ির দিকে নিয়ে গিয়েছিলেন নাবালিকাকে। এর পরে নারায়ণগড় থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। কিছুক্ষণের মধ্যেই, চন্দ্রকান্তকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে মেদিনীপুর আদালতের পকসো কোর্টে পেশ করে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়। বিচারক দু'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এ দিকে, ফাঁসির দাবি জানিয়েছেন নাবালিকার পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা। জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে।

  • Link to this news (এই সময়)