• কুকুর নিয়ে সংসদে কংগ্রেসের রেণুকা চৌধুরী, বিতর্ক, যারা কামড়ায় তারা ভিতরে, ঠেস নেত্রীর
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: শীতকালীন অধিবেশন শুরুর দিনেই বিতর্কে কংগ্রেস সাংসদ রেণুকা চৌধুরী। তাঁর বিরুদ্ধে সংসদীয় বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। কারণ, সোমবার একটি কুকুরছানা কোলে নিয়ে সংসদ ভবনে হাজির হন রেণুকা। প্রশ্ন করায় তিনি বলেন, কোথায় এমন নিয়ম রয়েছে এদের আনা যাবে না? তিনি বলেন, রাস্তা থেকে এই কুকুরছানাটি তুলে এনেছেন তিনি। পাশাপাশি কটাক্ষের সুরে বলেন, ‘যারা কামড়ায় তারা তো ভিতরে।’ আর এতেই তীব্র আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালার অভিযোগ, কংগ্রেস সাংসদ রেণুকা সমস্ত সংসদীয় কর্মীদের কুকুরের সাথে তুলনা করেছেন। এহেন আচরণে অপমানিত হয়েছেন সাংসদরাও। সংসদ ভবনের সামনে বিরোধীদের প্রতিবাদ জানানো নতুন কিছু নয়। তার জন্য অনেকসময় কালো পতাকা, বা এইধরনের জিনিস আনতে দেখা যায় তাঁদের। তবে জীবন্ত কুকুর নিয়ে সংসদে ভবনে আসা বিরল। যদিও কুকুর ছানা সঙ্গে নিয়ে ভিতরে ঢোকেননি রেণুকা। তাও বিষয়টাকে সামনে রেখে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে।
  • Link to this news (বর্তমান)