• শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় এখন নিম্নচাপ, ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত তামিলনাড়ু, শ্রীলঙ্কায় মৃত্যু অন্তত ৩৫৫ জনের
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • চেন্নাই: শ্রীলঙ্কায় তাণ্ডব চললেও, তামিলনাড়ুতে তেমন প্রভাব ফেলেনি ঘূর্ণিঝড় দিতওয়া। সমস্যা শুধু বৃষ্টি। আবহাওয়া দপ্তরের দাবি, ইতিমধ্যেই অনেকটা শক্তি হারিয়েছে এই ঘূর্ণিঝড়। পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। আগামী ২৪ ঘন্টায় এর শক্তি আরও কমবে বলেই আশা আবহাওয়াবিদদের। তবে নিম্নচাপের জেরে তামিলনাড়ু জুড়ে বৃষ্টির পরিমাণ আরও বেড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা জলের তলায়। সোমবার চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম, কুড্ডালোর, রানিপেত 

    সহ একাধিক শহর-গ্রামে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত ছিল। স্বাভাবিক ভাবেই বৃষ্টির জেরে ব্যাহত জনজীবন। বিপর্যয় পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন জেলা শাসকদের সঙ্গে বৈঠকও সেরেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এবং রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। খারাপ আবহাওয়ার 

    কারণে বিমান পরিষেবাও ব্যাহত। বাতিল করা হয়েছে একাধিক বিমান। তবে বৃষ্টি থামলে পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে বলে আশা প্রশাসনের। অন্যদিকে, শ্রীলঙ্কায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। সরকারি হিসেব অনুযায়ী, সোমবার পর্যন্ত ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ ৩৬০জন। দেশজুড়ে সাইক্লোনের প্রভাবে অন্তত ৫ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিশেষজ্ঞদের দাবি, বিগত কয়েক দশকে এমন বিপর্যয় দেখেনি শ্রীলঙ্কার মানুষ।
  • Link to this news (বর্তমান)