• ডিজিটাল অ্যারেস্ট: সিবিআইকে দেশজুড়ে তদন্তের সুপ্রিম-নির্দেশ
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মূলত প্রবীণ নাগরিকদের ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে সাইবার প্রতারকরা। সোমবার সিবিআইকে এবিষয়ে দেশজুড়ে তদন্ত চালানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে তদন্তে সম্মতি দিতে বলেছে দেশের শীর্ষ আদালত। বিদেশে থাকা প্রতারকদের ধরতে ইন্টারপোলের সাহায্য নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একইসঙ্গে আরবিআইয়ের উদ্দেশে একটি নোটিশ জারি করেছে প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। প্রতারণায় ব্যবহৃত ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করতে কেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া হয়নি? নোটিশে আরবিআইয়ের কাছে তারই উত্তর জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। 

    সম্প্রতি ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন হরিয়ানার এক বৃদ্ধ দম্পতি। তাঁদের অভিযোগের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। সূত্রের খবর, ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে ইতিমধ্যে ৩ হাজার কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছে প্রতারকরা। ৩ নভেম্বর এবিষয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। সোমবার মামলার শুনানিতে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেয় দুই বিচারপতির বেঞ্চ। 

    পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্তের সুবিধার্থে রাজ্য ও আঞ্চলিক স্তরে সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টার চালু করা হোক। একইসঙ্গে এক ব্যক্তিকে একাধিক সিম কার্ড না দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। টেলিকম দপ্তরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণত মিউল অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেনের যাবতীয় কাজ করে থাকে প্রতারকরা। অর্থাৎ অন্য একজনের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়। সেখানেই প্রতারণার টাকা জমা পড়ে। প্রয়োজন অনুযায়ী সেই টাকা তুলে নেওয়া হয়। এক্ষেত্রে অভিযুক্তের আসল পরিচয় জানতে রীতিমতো সমস্যায় পড়েন তদন্তকারীরা। এই অবস্থায় মিউল অ্যাকউন্টের সঙ্গে যুক্ত ব্যাংক আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 
  • Link to this news (বর্তমান)