• দ্বিগুণ হচ্ছে সিগারেট ও পান মশলার দাম, বিল পেশ লোকসভায়
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • নয়াদিল্লি: শীতের সুখটান আরও মহার্ঘ হতে চলেছে! বাড়ছে পান মশলার দামও। সোমবার শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় তামাক এবং তামাকজাত পণ্য নিয়ে দু’টি বিল পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর তাতেই সিগারেট, পান মশলার মতো পণ্যের দাম দ্বিগুণ হওয়ার সম্ভাবনা চরমে। স্বাস্থ্যের ক্ষতি হয় এমন পণ্যের (সিন গুডস) উপর এতদিন জিএসটি ক্ষতিপূরণ সংক্রান্ত সেস চালু ছিল। এই বিলগুলি সেই ব্যবস্থার বিলোপ ঘটাবে। তামাক ও তামাকজাত পণ্যে দু’রকম অন্তঃশুল্ক জারি হতে চলেছে। এমনকি বিশেষজ্ঞদের  দাবি, নতুন বিল পাশ হয়ে আইনে পরিণত হলে বর্তমানে এক প্যাকেটের অর্ধেক দামে মিলবে এক একটি সিগারেট!

    বর্তমানে সিগারেট, সিগার, চুরুট, হুকা, খইনি, জর্দা ইত্যাদির পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি বসে। ‘সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫’ কার্যকর হলে তা উঠে যাবে। ‘হেল্থ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস বিল, ২০২৫’ নির্দিষ্ট করে পান মশলার উপর অন্তঃশুল্ক বসানোর লক্ষ্যে আনা হয়েছে। বিলের প্রস্তাবে রয়েছে, ৬৫ মিলিমিটার ফিল্টার দেওয়া সিগারেটে প্রতি হাজার পিসে শুল্ক ৪৪০ থেকে বেড়ে হবে ৩ হাজার টাকা। বৃদ্ধির হার ৫৮২ শতাংশ। সিগারেটের দৈর্ঘ্য ৬৫-৭০ মিলিমিটার হলে, প্রতি হাজার পিসেও ৪৪০ টাকা শুল্ক থাকবে না। তা হবে ৫ হাজার ২০০ টাকা। ৭০ থেকে ৭৫ মিলিমিটারের ফিল্টার সিগারেটের শুল্ক ৫৪৫ থেকে বাড়তে পারে প্রতি হাজারে ৭ হাজার ৫০০ টাকা। বৃদ্ধির হার ১ হাজার ১৮৪ শতাংশ। সিগার, চুরুট ও খইনি-জর্দায় ২৫ শতাংশ শুল্কের প্রস্তাব আনা হয়েছে বিলে। এছাড়াও কাঁচা তামাকে ৬০-৭০ শতাংশ লেভি বসবে। নিকোটিন ও ধূমপানের পণ্যে তা ১০০ শতাংশ। পান মশলা ক্ষেত্রে মেশিনের উৎপাদন ক্ষমতা অনুযায়ী কর বসবে।

    জিএসটি কমপেনসেশন সেসের মেয়াদ ২০২২ সালের ৩০ জুন শেষ হয়েছে। তবে করোনা মহামারিতে রাজ্যগুলি যে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে, তা মেটাতে এই শুল্কের মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়। তামাক ও তামাকজাত পণ্যের ক্ষেত্রে যে এরকম বিল আসতে চলেছে, তার ইঙ্গিত মিলেছিল গত সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকেই। তখন সিদ্ধান্ত হয়, ক্ষতিপূরণ সংক্রান্ত শুল্ক ধাপে ধাপে কমিয়ে আনা হবে। এর আগে লোকসভা এবং রাজ্যসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হয়। রবিবারই বিলের একটি করে কপি সাংসদদের দেওয়া হয়। আর এদিন সেই বিলগুলিই পেশ করলেন সীতারামন। 
  • Link to this news (বর্তমান)