• জেলায় বাদ ১ লক্ষ ৭৭ হাজার ৬১৯ জনের নাম, মৃত ভোটারই ৯৩ হাজার ৪২১ জন
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানে ভোটার তালিকা থেকে ১ লক্ষ ৭৭ হাজার ৬১৯ জনের নাম বাদ হতে চলেছে। তার মধ্যে মৃত ভোটার রয়েছেন ৯৩ হাজার ৪২১ জন। নাম স্থানান্তরিত করেছেন ৬২ হাজার ৮২৩ জন। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে সবথেকে বেশি নাম বাদ হতে চলেছে। প্রায় ২৫ হাজার ভোটারের নাম এই বিধানসভা কেন্দ্র থেকে বাদ যাবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। জেলায় প্রায় ১৫ হাজার ভোটারের কাছে  পৌঁছনো যায়নি। পূর্ব বর্ধমানে ডিজিটাইজেশনের কাজ ৯৮ শতাংশর বেশি হয়ে গিয়েছে। এখনও বিএলও’দের সঙ্গে যোগাযোগ করে ভোটাররা নাম তুলতে পারবেন।

    কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ফর্ম বিলি বা ডিজিটাইজেশনের কাজে শুরু থেকেই পূর্ব বর্ধমান প্রথম সারিতে ছিল। সার্ভার ডাউনের জন্য বিএলও’দের কাজ করতে সমস্যা হয়। তারপরও তাঁরা রাত জেগে কাজ করেছেন। কয়েকটি এলাকা থেকে বিএলও’দের বিরুদ্ধে অভিযোগ এলেও অধিকাংশ ক্ষেত্রে তা ধোপে টেকেনি। যেসব ভোটারকে পাওয়া যায়নি, তাঁদের ঠিকানায় বিএলওরা তিনবার করে গিয়েছেন। তারপরও তাঁদের না পাওয়া যাওয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। জেলার অনেকে কর্মসূত্রে ভিনরাজ্যে রয়েছেন। তাঁরা সেখানে ভোটার তালিকায় নাম তুলেছেন। আবার এখানেও তাঁদের নাম রয়ে গিয়েছে। সেই নামগুলি বাদ দেওয়া হচ্ছে। তবে, বিরোধীরা এই জেলা থেকে যত সংখ্যক ভোটারের নাম বাদ যাবে বলে আশা করেছিল, সেটা হচ্ছে না। ১ লক্ষ ৭৭ হাজার ৬১৯ জনের নাম বাদ গেলেও আবার নতুন ভোটাররা নাম তুলতে পারবেন। তবে, জেলায় বিপুল সংখ্যক মৃত ভোটারের নাম বাদ দেওয়ার বিষয়টিকে আধিকারিকরা সাফল্য হিসেবেই দেখছেন। রাজ্যের মধ্যে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবচেয়ে বেশি মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। তারপর রয়েছে কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া। নদীয়া জেলায় ৯৩ হাজার পাঁচজন মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। মালদহ জেলায় বাদ গিয়েছে ৮১ হাজার ৫৬৬ জন মৃত ভোটারের নাম। তারপর রয়েছে উত্তর দিনাজপুর। এই জেলায় প্রায় ৭৫ হাজার মৃত ভোটারের নাম বাদ গিয়েছে।এক আধিকারিক বলেন, মৃত ভোটারের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া প্রতিবারই চলে। এটা নতুন কিছু নয়। তবে, বহিরাগত ভোটার নিয়ে যে অভিযোগ করা হচ্ছিল, সেটা সবক্ষেত্রে ঠিক নয়। প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, কেতুগ্রাম, ভাতারের মতো বিধানসভা কেন্দ্রগুলিতে অধিকাংশ ভোটারের কাছে বিএলওরা পৌঁছে যান। জেলায় মোট ভোটারের সংখ্যা ৪১ লক্ষ ৭৮ হাজার ৬৯৫ জন। ৪১ লক্ষ ৭৪ হাজার ৭৫টি ফর্ম বিএলওরা ভোটারদের কাছে পৌঁছে দেন। প্রতিটি বিধানসভা কেন্দ্র থেকেই রাজনৈতিক দলগুলি বিএলও’দের কাজ নিয়ে অভিযোগ করেন। অনেক বিএলও বাড়ি বাড়ি যাননি বলে অভিযোগ। যদিও আধিকারিকরা অভিযোগ খতিয়ে দেখে সবক্ষেত্রে সত্যতা পাননি। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আধিকারিকদের দাবি।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)