• পানাগড়, কাঁকসায় বেড়েছে মরশুমি ফুলের চারা বিক্রি, খুশি ব্যবসায়ীরা
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, মানকর: অন্যান্য বছরের তুলনায় এবার ঠান্ডা পড়তেই ব্যাপক  বেড়েছে মরশুমি ফুলের চারা বিক্রির হার। পানাগড়, রাজবাঁধের বিভিন্ন নার্সারি মালিকদের মুখে তাই হাসি ফুটেছে। পানাগড় থেকে ফুলের চারা পাড়ি দিচ্ছে বীরভূম, দুর্গাপুর, আসানসোল।

    প্রতি বছরের মতো এবারও শীতকাল পড়তেই বহু মানুষ বাড়িতে বিভিন্ন মরসুমি ফুলের চারা কিনে আনছেন। বাড়ির বাগানে সেই চারা রোপণ করছেন। পানাগড়ের নার্সারি ব্যবসায়ীরা জানান, কয়েক বছরের তুলনায় এই বছর চারা বিক্রির হার অনেকটাই বেশি। পানাগড়ে একটি নার্সারির মালিক বলেন, বর্তমান আবহাওয়া গাছ লাগানোর জন্য খুবই ভালো। গাছে ফুলও ভালো হচ্ছে। কোন চারার বিক্রি বেশি? তিনি বলেন, মূলত ডালিয়া, চন্দ্রমল্লিকা, ক্যালেন্ডুলা, ইনকা, পিটুনিয়া, গাঁদা, মালভা প্রভৃতি ফুলের চারা বিক্রি সবথেকে বেশি। তবে গাছে  জল দেওয়াতে সচেতন হতে হবে। মাটি শুকনো না হলে জল দেওয়া উচিত হবে না। খুব বেশি রাসায়নিক সার না দিয়ে জৈব সার ব্যবহার করলে ভালো হয়।

     আগের বছরের থেকে চারার দাম কী বেড়েছে? কাঁকসার এক নার্সারির কর্মী জানান, কেনিয়া গ্রুপের ডালিয়া ফুল আকারে বড় হয়। ৮ টাকা থেকে শুরু। ক্যালেন্ডুলার বেশ কয়েকটি প্রকারভেদ আছে। তবে ৪ টাকা থেকে ৮ টাকা দামের মধ্যেই পাওয়া যাচ্ছে। অন্যান্য চারাও ১০ টাকার মধ্যেই। সারা বছর বিভিন্ন গাছের চারা বিক্রি হলেও শীতের সময় ফুলের চারা বিক্রির হার সব থেকে বেশি। একসময় ফুলের থেকে ফলের গাছ বিক্রি বেশি ছিল। যদিও এখন সেই ধারা পাল্টেছে। এবারে মরসুমি ফুলের চারা বিক্রির হার প্রায় ১০ থেকে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নার্সারি থেকে চারা কিনেছেন দুর্গাপুরের বাসিন্দা সাহেব মন্ডল । তিনি বলেন, প্রতিবছর শীতের সময় গোলাপ ও গাঁদা চারা নিয়ে যাই। মরশুমি ফুল লাগাই। এবারে জিনিয়া, ইনকা, রক্তগাঁদা লাগিয়েছি। ৪ টাকা থেকে ৮ টাকার মধ্যে বিভিন্ন রকমের ফুলের চারা পাওয়া যাচ্ছে। দাম সাধ্যের মধ্যেই রয়েছে। গোলাপ চারার দাম পঞ্চাশ থেকে শুরু। ভালো মানের গোলাপের দাম চারশোরও বেশি। জাঁকিয়ে শীত না পড়লে ফুলের পরিমাণ কমে যাবে। ফুলের আকারও ছোট হয়ে যাবে। পোকামাকড়ের উপদ্রবও বেড়ে যাবে তখন। তাতে গাছের ক্ষতি হবে। চারা কেনার সময় কোন বিষয়ে নজর দেওয়া উচিত? তিনি জানান, নার্সারিতে একই গোত্রের বিভিন্ন ফুলের চারা থাকে। চারা কেনার সময় সচেতন হতে হয়। অনেক সময় অভিজ্ঞতা না থাকলে ভুল বুঝিয়ে চারা বিক্রির প্রবণতা দেখা যায়। তবে কেনার সময় খেয়াল রাখতে হবে চারাটি হৃষ্টপুষ্ট কিনা। গাছের পাতা কালো বা হলুদ হয়ে আছে কিনা। সাধারণত পোকা থাকলে গাছের পাতা রং পাল্টে যায় এবং ডাল শুকিয়ে যায়। জাঁকিয়ে ঠান্ডা কবে পড়ে সেদিকেই তাকিয়ে সবাই।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)