কাল থেকে কমবে তাপমাত্রা, পশ্চিমাঞ্চলে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, বুধবার থেকে কলকাতাসহ রাজ্যের সব জায়গায় তাপমাত্রা কমবে। জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ায় দিনচারেকের মধ্যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গে এই সময়ের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা কমবে ২-৩ ডিগ্রি। আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার কিছু স্থানে খুব হালকা বৃষ্টিরও সম্ভাবনা আছে। এই জেলাগুলির মধ্যে আছে দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে এখন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, পশ্চিম হিমালয়ের উপর একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। তার থেকে বিস্তৃত আছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সেটির প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়, বিশেষ করে পশ্চিমাঞ্চলে কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতা ও শহরতলি এলাকায় আকাশ কিছুটা মেঘলা ছিল। তার অন্যতম কারণ এই নিম্নচাপ অক্ষরেখার উপস্থিতি। দক্ষিণ-পশ্চিম এবং লাগোয়া পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘দিতাওয়া’ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তার প্রভাবে বায়ুমণ্ডলের উপরের স্তরে কিছুটা মেঘ জমা হয়। আজ কলকাতা ও লাগোয়া এলাকায় আকাশ থাকবে অনেকটাই মেঘমুক্ত। আশা করছেন আবহাওয়াবিদরা। তবে কলকাতাসহ বিভিন্ন জেলায় ভোরের দিকে কিছুটা কুয়াশা পড়তে পারে। কারণ বাতাসে জলীয় বাষ্পের মাত্রা কিছুটা বেড়েছে। রাতে তাপমাত্রা কমলে সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা হতে পারে।
বঙ্গোপসাগরের তৈরি ঘূর্ণিঝড়টির প্রভাবে কয়েকদিন ধরে উত্তুরে হাওয়া রাজ্যে সক্রিয় নয়। এই অবস্থা বিশেষ করে দক্ষিণবঙ্গে। তার জন্য তাপমাত্রা বেড়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়ে ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন (১৪ ডিগ্রি)। এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি-কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৮ ডিগ্রি) বেশ কয়েকদিন পর স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ছিল। আগামীকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। পরের দিন তা আরও কমে হতে পারে ১৫ ডিগ্রির কাছাকাছি।