• আবর্জনা সংগ্রহে গাফিলতির জেরে কালো তালিকাভুক্ত সংস্থা, জরিমানা ৫ লক্ষ টাকা
    বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া: একাধিকবার শোকজ করার পরেও কাজে চূড়ান্ত গাফিলতি। আবর্জনা সংগ্রহের কাজে ‘পুওর পারফরম্যান্স’-এর কারণে বরাত পাওয়া একটি সংস্থাকে মোটা অংকের জরিমানার পাশাপাশি ‘ব্ল্যাক লিস্টেড’ ঘোষণা করল হাওড়া পুরসভা। শহরের ২৮টি ওয়ার্ডের আবর্জনা সংগ্রহ, পরিবহণ ও বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হল নতুন একটি সংস্থাকে। এতে শহরজুড়ে আবর্জনা সংগ্রহের কাজে গতি আসবে বলে মনে করছে পুর কর্তৃপক্ষ।

    এত বছর হাওড়া শহরের প্রতিদিনের আবর্জনা ভ্যাটগুলি থেকে সংগ্রহ করে সরাসরি ফেলা হতো বেলগাছিয়া ভাগাড়ে। গত মার্চ মাস থেকে ভাগাড় বন্ধ হয়ে যাওয়ায় শহরের আবর্জনা নিয়ে যাওয়া হচ্ছে হুগলির বৈদ্যবাটি ও কলকাতার ধাপা ডাম্পিং গ্রাউন্ডে। হাওড়ার মোট ৫০টি ওয়ার্ডের আবর্জনা সংগ্রহ ও সেগুলি পরিবহণের দায়িত্ব দেওয়া হয়েছিল সাতটি সংস্থাকে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই উত্তর হাওড়ার সাতটি ওয়ার্ডের আবর্জনা সংগ্রহের দায়িত্বে থাকা বরাতপ্রাপ্ত একটি সংস্থা কাজে চূড়ান্ত ঢিলেমি করছিল। সময় অনুযায়ী ভ্যাট থেকে আবর্জনা না তোলা, কম লোকবল ব্যবহার, পর্যাপ্ত গাড়ি না দেওয়া সহ একাধিক অভিযোগ উঠছিল ওই সংস্থার বিরুদ্ধে। ইতিপূর্বে একাধিকবার সংস্থাটুকে শোকজ করা হয় পুরসভার তরফে। তাই এবার কাজে গাফিলতির অভিযোগে সরাসরি সংস্থাটিকে ব্ল্যাকলিস্টেড ঘোষণা করেছে হাওড়া পুরসভা। পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করা হয়েছে সংস্থার বিরুদ্ধে। একইসঙ্গে সংস্থার ওয়ার্ক অর্ডারও বাতিল করা হয়েছে। 

    শহরের আবর্জনা সংগ্রহের কাজে যাতে দ্রুততা আসে, সেজন্য এবার একসঙ্গে ২৮টি ওয়ার্ডের আবর্জনা সংগ্রহের কাজ করবে নতুন একটি সংস্থা। আবর্জনা সংগ্রহ ও পরিবহণের পাশাপাশি বৈদ্যবাটিতে অবস্থিত সেই সংস্থারই প্রসেসিং ইউনিটে বর্জ্য ব্যবস্থাপনা হবে। হাওড়া পুরসভা জানিয়েছে, প্রতিমাসে ওই সংস্থা হাওড়া পুরসভাকে প্রসেস সার্টিফিকেট দেবে। তাতে উল্লেখ থাকবে প্রতিদিন কত পরিমাণ আবর্জনা নিয়ে যাওয়া হলো, কত পরিমাণ ব্যবস্থাপনা করা হচ্ছে ইত্যাদি। পাশাপাশি হাওড়ার বাকি ২২টি ওয়ার্ডের আবর্জনা সংগ্রহের দায়িত্ব সামলাবে পাঁচটি সংস্থা। পুরসভার মুখ্য প্রশাসক তথা কমিশনার বন্দনা পোখরিয়াল বলেন, ‘শহরের ভ্যাটগুলি যাতে নিয়মিত দু’বেলা পরিষ্কার হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। কাজে ঢিলেমি করলে প্রয়োজনে অন্য সংস্থার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ প্রসঙ্গত, গত এক মাসে প্রায় ২০ হাজার মেট্রিক টন আবর্জনা হাওড়া শহর থেকে সংগ্রহ করে পাঠানো হয়েছে বৈদ্যবাটি ও ধাপায়। এরমধ্যে বৈদ্যবাটিতে ১১ হাজার মেট্রিক টন ও ধাপায় ৮ হাজার ৫০০ মেট্রিক টন আবর্জনা নিয়ে যাওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)