রোজ ২৪০টি, প্রতি স্লটে বাড়ল আবেদন, এসআইআর পর্বে জন্ম-মৃত্যুর শংসাপত্র নিতে হিড়িক, সামলাতে উদ্যোগী পুরসভা
বর্তমান | ০২ ডিসেম্বর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জন্ম-মৃত্যুর শংসাপত্রের ‘ডুপ্লিকেট’-এর জন্য আবেদন গ্রহণের সংখ্যা বৃদ্ধির নির্দেশ দিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছিলেন, রাজ্যে এসআইআর চালুর পর জন্ম-মৃত্যুর সার্টিফিকেটের কপি সংগ্রহ করতে হিড়িক পড়েছে পুরসভায়। তাই নাগরিক সুবিধার কথা মাথায় রেখে পুরসভাকে এক্ষেত্রেও আরও দ্রুত পরিষেবা দেওয়ার চেষ্টা করতে হবে। সেই মতো হোয়াটসঅ্যাপ মারফৎ ‘স্লট’ বুকিংয়ের মাধ্যমে আবেদন গ্রহণের সংখ্যা বাড়িয়ে ২৪০ করা হয়েছে। অর্থাৎ, এখন থেকে রোজ ২৪০ জন জন্ম-মৃত্যুর শংসাপত্রের কপি পেতে আবেদন জানাতে পারবেন। সোমবার থেকেই এই নিয়ম চালু করে দেওয়া হয়েছে।
বর্তমানে জন্ম এবং মৃত্যুর শংসাপত্র নিতে অনলাইনে আবেদনের সুযোগ রয়েছে। পুরসভার দেওয়া হোয়াটসঅ্যাপে (চ্যাট-বট) আবেদন জানাতে হয়। সেই অনুযায়ী কবে এবং কখন আসতে হবে, সেই ‘স্লট’ বুকিং হয়। এতদিন রোজ সর্বোচ্চ ১৫২টি আবেদন জমা নেওয়া হত। বর্তমান পরিস্থিতি বিচার করে আবেদন নেওয়ার সংখ্যা বাড়াতে বলেছিলেন ফিরহাদ। সেই মতো সোমবার থেকে রোজ ২৪০টি করে আবেদন যাতে জমা নেওয়া যায়, সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এসআইআর নিয়ে আতঙ্কের মধ্যে অনেকেই জন্ম-মৃত্যুর সার্টিফিকেট হাতে পেতে চাইছেন, যাতে সেই নথির ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ঠেকানো যায়। সেই কারণেই আচমকা জন্ম-মৃত্যুর শংসাপত্র তুলতে ভিড় কয়েক গুন বেড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে।
এ প্রসঙ্গে এক পুরকর্তা বলেন, ‘আপাতত আটটি স্লট (সকাল ১১টা থেকে বিকেল ৩টে) মিলিয়ে ২৪০টি আবেদন গ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। প্রতি স্লটে ৩০ জন করে আবেদন জানাতে পারছেন। পরে প্রয়োজন পড়লে তা আরও কিছুটা বাড়ানো যেতে পারে। তবে সম্ভবত তার আর দরকার পড়বে না।’ আধিকারিকরা জানাচ্ছেন, এতদিন যেখানে ১০টায় বুকিং শুরু হলে ১০টা বেজে ২মিনিট বা ৩ মিনিটেই সব ‘স্লট’ শেষ হয়ে যাচ্ছিল, সেখানে সোমবার ‘স্লট’ শেষ হতে প্রায় ২৫ মিনিট সময় লেগেছে। ফলে, অনলাইনে বুকিংয়ের চাপ আর খুব বেশি হবে না বলে আশা করছেন তাঁরা। এর পাশাপাশি, জন্ম-মৃত্যুর সার্টিফিকেট পেতে অফলাইনে আবেদনের সংখ্যাও বেড়েছে অনেকটা। পুর স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, সোমবার প্রায় ৫০০টি আবেদন জমা পড়েছে অফলাইনে।