সংবাদদাতা, কাকদ্বীপ: বাঘের পায়ের ছাপ দেখার পর আতঙ্ক ছড়িয়েছে পাথরপ্রতিমায়। জঙ্গল লাগোয়া অঞ্চলে কোনও গ্রামবাসীকে যেতে দিচ্ছে না বনদপ্তর। বনকর্মীরা রয়েছেন ঘটনাস্থলে। জাল দিয়ে ঘেরা হয়েছে এলাকা। রবিবার সকালে পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে বাঘের পায়ের ছাপ দেখা যায়। এক মৎস্যজীবী মাছ ধরতে যাওয়ার পথে ঠাকুরাণ নদীর চর লাগোয়া জঙ্গলে বাঘের পায়ের ছাপ দেখতে পান। তিনি ফিরে এসে গ্রামবাসীদের জানান। এরপর সবাই নদীর চরে গিয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পান। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনকর্মীরা ঘটনাস্থলে যান। জঙ্গলে তল্লাশি চালান। কিন্তু বাঘটির সন্ধান পাননি। সোমবার সকাল থেকে আবার তল্লাশি শুরু হয়। রাত পর্যন্ত বাঘ দেখা দেয়নি।
তবে জঙ্গল থেকে সেটি যাতে লোকালয়ে আসতে না পারে তার জন্য নদীর বাঁধ বরাবর নাইলনের জাল ঘিরে দেওয়া হয়েছে। বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আছেন। শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গোবিন্দ মিদ্যা বলেন, ‘গ্রামের পাশের জঙ্গলে বাঘ রয়েছে, এটা নিশ্চিত হয়ে গিয়েছে। দু’দিন কেটে গেলেও এখনও ধরা সম্ভব হয়নি। গ্রামের মানুষ আতঙ্কে রয়েছেন। তাঁদের সতর্ক করার জন্য মাইকিং করা হচ্ছে। এখন নদীতে গিয়ে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। নদীর চরের জঙ্গলে দু’টি খাঁচা পাতা হয়েছে। বাঘ ধরার জন্য তাতে ছাগল রাখা হয়েছে।’ দক্ষিণ ২৪ পরগনার ডিএফও নিশা গোস্বামী বলেন, ‘পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে।’ -নিজস্ব চিত্র